মুসফিরাহ হাবীব : আসামের বন্যা পরিস্থিতি ভয়ংকর। গোটা ভারত আসাম পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইতোমধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু আসাম ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া কি আদৌ তা জানেন? কোথায় তিনি?
সোশ্যাল মিডিয়ায় এমন সব প্রশ্ন আর বিস্তর ট্রোলিং শুরু হওয়ার পর সম্বিত ফেরে ইউনেসকো সদস্য ও গ্লোবাল আইকন অভিনেত্রী প্রিয়াঙ্কার। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে আসামের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে রাজ্যের সরকারি রিলিফ ফান্ডে অনুদানের জন্য আবেদন করেছেন নায়িকা।
একইসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, তিনি আসামের বাসিন্দাদের জন্য প্রার্থনা করছেন, যাতে পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যায়। ফান্ডে টাকা তোলার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট লিংকও শেয়ার করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :