আসিফুজ্জামান পৃথিল : মানুষের শুধু দেহটাই রয়েছে। তার মস্তিস্ক চালাচ্ছে আসলে একটি কম্পিউটার। অনেক বৈজ্ঞানিক কল্পকাহিনী ও সাইফাই সিনেমায় দেখা যায় এ রকম ভীতিকর দৃশ্য। কিন্তু এখন সম্ভবত বাস্তবেই এরকম ঘটনা ঘটতে চলেছে। উদ্যোক্তা বিলিওনিয়ার এবং স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক জানিয়েছেন, তিনি মানব মস্তিস্কে এমন একটি কম্পিউটার চিপ স্থাপন করতে চান, যা ব্লুটুথে চলবে! এনবিসি, সিএনএন।
এ ধরণের পরিকল্পনার কথা বহুদিন ধরেই বলছেন মাস্ক। মঙ্গলবার রাতে কৃত্রিম বৃদ্ধিমত্তা নিয়ে এক অনুষ্ঠানে মাস্ক তার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি জানান, আগামী বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে প্রথম চিপটি স্থাপন করা হতে পারে। তবে ক্যালিফোর্নিয়া অ্যাকাডেমি অব সায়েন্সেস এ নিজের দেয়া প্রেজেন্টেশন-এ মাস্ক বলেছেন, লক্ষ্যে পৌঁছাতে মানবজাতির বহুদিন লেগে যেতে পারে।
তিনি মনে করেন, এই চিপ স্থাপনে সরকারি অনুমোদন লাভ কঠিন কোনো বিষয় হবে না। ‘অতি উচ্চ ব্যান্ডউইথের ব্রেইন মেসিন’ তৈরীর জন্য ২০১৬ সালে নিউরোলিংক নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন মাস্ক। মাস্কের এই ধরণের উদ্যোগের সমালোচনা অনেকেই করছেন। তাদের মতে মাস্ক সুপারম্যান তৈরী করতে গিয়ে ফ্রাঙ্কেনস্টাইন তৈরী করে ফেলতে পারেন।
মাস্ক এ ধরণের কাজ করার জন্য বেশ বিখ্যাত। তিনি এর আগে মহাকাশ প্রযুক্তিকে মানুষের দোড়গোড়ায় নিতে চালু করে স্পেসএক্স। আর বিশ্বের সব গাড়িকে বিদ্যুতায়িত করতে চায় তার কোম্পানি টেসলা। জীবনের শুরুতে পে পাল প্রতিষ্ঠা করে আধুনিক অর্থ লেনদেন ব্যবস্থাকে একেবারে উল্টে দিয়েছিলেন মাস্ক। সেই কোম্পানি বিক্রির অর্থেই প্রতিষ্ঠা করেন একের পর এক ভবিষ্যতমুখী ব্যবসা। সম্পাদনা : খালিদ আহমেদ
আপনার মতামত লিখুন :