সুজিৎ নন্দী : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০১৯-২০ অর্থবছরের খসড়া বাজেট প্রণয়ন করা হয়েছে। গত অর্থবছরের চেয়ে ১শ কোটি টাকা বাড়িয়ে তিন হাজার ৭০৭ কোটি ৮৯ লাখ টাকার বরাদ্দ রাখা হয়েছে। বাজেটের উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে মশক নিধন কার্যক্রম বাবদ ২৫ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে। যা গত অর্থবছরে ছিল ২৬ কোটি টাকা। এবার এখাতে ৭০ লাখ টাকা বরাদ্দ কমানো হয়েছে। শিঘ্রই মেয়র সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করবেন। ডিএসসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাজেটে সরকারি ও বৈদেশিক উৎসের মধ্যে সরকারি মঞ্জুরি থেকে ৪৪ কোটি টাকা, সরকারি বিশেষ মঞ্জুরি থেকে ৩০ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প থেকে দুই হাজার ৫৪৫ কোটি ৩২ লাখ টাকা আয় ধরা হয়েছে। এই খাতটি থেকে মোট দুই হাজার ৬১৯ কোটি ৩২ লাখ টাকা আয় ধরা হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৭০৭ কোটি ৮৯ লাখ টাকা।
বাজেটে আয়ের খাত সম্পর্কে বলা হয়েছে, প্রারম্ভিক স্থিতি ১২২ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব আয়ের মধ্যে কর বাবদ ৩৪০ কোটি টাকা, বাজার সালামি ৩১০ কোটি টাকা, বাজার ভাড়া ৩৫ কোটি টাকা, ট্রেড লাইসেন্স ৯০ কোটি টাকা, প্রমোদ কর বাবদ ৪০ লাখ টাকা, বিজ্ঞাপন কর বাবদ ৭ কোটি টাকা, বাস-ট্রাক টার্মিনাল থেকে ৩ কোটি ৫০ লাখ টাকা, কোরবানি উপলক্ষে অস্থায়ী পশুর হাট থেকে ১০ কোটি টাকা, ইজারা (টয়লেট, পার্কিং, কাঁচাবাজার ইত্যাদি) বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা, রাস্তা খনন ফি বাবদ ৩০ কোটি টাকা, যন্ত্রপাতি ভাড়া ৮ কোটি টাকা, বিভিন্ন ফরম বিক্রি থেকে ২ কোটি টাকা, কমিউনিটি সেন্টার ভাড়া বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা, কবরস্থান ও শশ্মানঘাট বাবদ ৫০ লাখ টাকা, সম্পত্তি হস্তান্তর কর বাবদ ১০০ কোটি টাকা, ক্ষতিপূরণ (অকটয়) বাবদ এক কোটি টাকা, পেট্রোল পাম্প বাবদ ৩ কোটি টাকা ও অন্যান্য (ভূমি, নাট্যমঞ্চ, ছিনমূল ও নগর ভবন ইত্যাদি) বাবদ ২ কোটি টাকা আয় ধরা হয়েছে। এসব খাত থেকে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫৭ কোটি ৪০ লাখ টাকা।
আপনার মতামত লিখুন :