শিরোনাম
◈ এককভাবে ইজতেমা আয়োজনের ঘোষণা, কাকরাইল মসজিদ জুবায়েরপন্থিদের নিয়ন্ত্রণে ◈ চিন্ময় দাসের আইনজীবী চিকিৎসার নামে ভারত গিয়ে চালাচ্ছেন অপপ্রচার (ভিডিও) ◈ (১৯ ডিসেম্বর)  ডলার-ইউরোসহ বৈদেশিক মুদ্রার আজকের এক্সচেঞ্জ রেট ও স্বর্ণের দাম ◈ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র: প্রথম ইউনিট ফিজিক্যাল স্টার্ট আপে চূড়ান্ত প্রস্তুতি শুরু ◈ গুমের সঙ্গে জড়িত ২০ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ◈ ‘অস্ত্র’ হাতে মাদ্রাসায় বক্তব্যের ভিডিও ভাইরাল, আসল ঘটনা যা জানা গেল... ◈ বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ ◈ মানুষ দোয়া করতেছে শেখ হাসিনা আবার ফিরে আসবে: হাজী সেলিম পুত্র (ভিডিও) ◈ ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প : ভারতীয় পণ্যে উচ্চহারে শুল্কারোপের হুমকি (ভিডিও) ◈ মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন এর সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময় 

প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসা থেকে চাঁদে হাঁটার মূল ফুটেজ গায়েব

মাজহারুল ইসলাম : অ্যাপোলো ১১ মিশনে মাধ্যমে প্রথম চাঁদের বুকে পা রাখে মানুষ। আগামী সপ্তাহে ওই মিশনের ৫০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে ৫০ বর্ষপূর্তি উদযাপন করবে নাসা। বিবিসি বাংলা

অ্যাপোলো ১১ মিশন চলাকালে চাঁদের বুকে হাঁটার ভিডিও ফুটেজ বিশ্ব জুড়ে সম্প্রচার করেছিলো নাসা। ৫০ বর্ষপূর্তির আগে ওই ফুটেজের মূল ডেটা টেইপ হারিয়েছে বলে দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। নাসা’র পক্ষ থেকে বলা হয়, নাসা অনুসন্ধান করেছে কিন্তু অ্যাপোলো ১১-এর বেশ কিছু অরিজিনাল ডেটা টেইপ পাওয়া যায়নি। ‘অরিজিনাল’ বলা হচ্ছে কারণ এগুলো সরাসরি চাঁদ থেকে ট্রান্সমিট করে রেকর্ড করা হয়েছিল।

বিস্তৃৃত পরিসরে আর্কাইভ অনুসন্ধান করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এমনটাও হতে পারে ওই প্রকল্প ব্যবস্থাপক মনে করেছেন এই টেইপগুলো আর রাখার দরকার নেই। কারণ ওই সব ভিডিও এবং ডেটা অন্য জায়গায় রেকর্ড রয়েছে এবং তাই সেগুলো মুছে ফেলা হয়েছে ও পুনরায় ব্যবহার করা হয়েছে। নাসা’র দাবি ওই টেইপগুলোর ডেটা ম্যানড স্পেসক্রাফট সেন্টারে পাঠানো হয়েছে। ভিডিও অন্যান্য জায়গায়ও রেকর্ড করা হয়েছে। অ্যাপোলো ১১-এ চাঁদের হাঁটার কোন ভিডিও ফুটেজ হারায়নি।
সম্প্রতি নাসা’র এক শিক্ষানবীশ একটি টেইপকে ‘হারানো’ অ্যাপোলো ১১ টেইপ বলে বিক্রি করেন। তাতেই টেইপটি হারানোর খবর সামনে আসে। গ্রে জর্জ নামের ওই ব্যক্তির দাবি করেন ১৯৭৬ সালে সরকারি নিলাম থেকে প্রায় ২’শ মার্কিন ডলারে তিনি টেইপটি কিনেছিলেন।

অন্যদিকে নাসা বলছে জর্জের টেইপে এমন কিছু নেই যা নাসা’র কাছে নেই। সংস্থার পক্ষ থেকে বলা হয়, টেইপটির যে বর্ণনা দেয়া হয়েছে তা সত্যি হলে এটি হিউস্টন থেকে ধারণ করা একটি দুই ইঞ্চি টেইপ। যা বাণিজ্যিক টেলিভিশনে প্রচার করার জন্য কনভার্ট করা হয়েছে এবং এতে এমন কোনো উপাদান নেই যা নাসা’র কাছে মজুদ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়