আসিফ হাসান কাজল : বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনে এসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জাকির হোসেন (৪০) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি স্থানীয় হাটহাজারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের আত্মীয় জিয়াউর রহমান বলেন, সাত দিন আগে আন্দোলনের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে নিজ গ্রামে চলে আসেন। পরে ফরিদপুর ডায়বেটিকস হাসপাতালে তিনি ভর্তি হন। অসুস্থতার মাত্রা বেড়ে গেলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়। গত বৃহস্পতিবার জাকির হোসেনকে ঢাকার ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ১১ টায় তার মৃত্যু হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদপড়া সারাদেশের প্রায় চার হাজার প্রতিষ্ঠানের শিক্ষক গত ২৮ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা থেকে বঞ্চিত প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ শিক্ষক এ আন্দোলনে যোগ দিয়েছেন। একাধিক নারী শিক্ষকের সঙ্গে শিশু-সন্তানরাও রয়েছে। লাগাতার এ আন্দোলনে এখন পর্যন্ত ২১৮ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ খোকন বলেন, ২৮ দিন ধরে শিক্ষকরা রাজপথে বসে দিন পার করছে। শিক্ষকদের অনাহারে রাজপথে বসে দিন-রাত কাটাতে হচ্ছে। বৃষ্টিতে ভিজে গেলে সেই কাপড়ে বসে থাকতে হচ্ছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে ডেঙ্গু মশার কামড় খেয়ে ছয়জন শিক্ষক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সাতজন শিক্ষকের ডায়রিয়া হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সম্পাদক: সুতীর্থ বড়াল
আপনার মতামত লিখুন :