মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি প্রতিনিধি: ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ ছাত্রীরা। রাষ্ট্রপতির প্রেস সচিব স্মারকলিপিটি গ্রহণ করেছেন বলে ছাত্রীরা জানিয়েছেন।
১১ জুলাই, বৃহস্পতিবার ঢাবির কয়েকজন ছাত্রী বঙ্গভবনে গিয়ে এ স্মারকলিপি দেন। স্মারকলিপি দিতে বঙ্গভবনে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- ইশাত কাসফিয়া ইরা, মাকসুদা আক্তার তমা, জিয়াসমিন শান্তা ও সাবরিনা তাবাসসুম নিথিয়া। এর আগে গত (৯ এবং ১০ জুলাই) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একই দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন করেছিলেন ঢাবি ছাত্রীরা। তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দুটি দাবি জানান। দাবিগুলো হলো– ধর্ষণ মামলায় ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।
ইশাত কাসফিয়া ইরা আমাদের সময়.কম কে বলেন, আমরা একটা ধর্ষণের ঘটনা ঘটলে আমরা আরেকটা ধর্ষণের কথা ভুলে যাই। কিন্তু যখন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, বিচার হবে, তখন তারা এ কাজ করতে আর সাহস পাবে না। উদাহরণ হিসেবে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির ফলে অ্যাসিড নিক্ষেপ কমে গেছে বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী। এই নারীদের ঝুঁকির মধ্যে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। ধর্ষণের কারণে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে। সম্পাদনা: সুতীর্থ বড়াল
আপনার মতামত লিখুন :