শিরোনাম
◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন ◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব ◈ গালি দেওয়া সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত ◈ বাংলাদেশে থাকতে চাই না, আমাদের বার্মা ফেরত পাঠাও, খাদ্য সহায়তা কমানোয় দেশে ফিরতে চান রোহিঙ্গারা ◈ সৌদি আরবের হঠাৎ সিদ্ধান্তে হাজারো ওমরাহযাত্রী  বিপাকে ◈ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত ◈ কী ঘটেছিল সেই রাতে, কেঁদে কেঁদে জানালেন আছিয়ার মা ◈ কালবৈশা‌খীর সঙ্গে ‌সিলেটে শিলাবৃষ্টি (ভিডিও) ◈ ৩৭টির মধ্যে ৭টি রাজনৈতিক দল সংস্কার বিষয়ে মতামত দিয়েছে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০১৯, ০৬:৪২ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০১৯, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ শিশু একাডেমিতে প্রশিক্ষণ কোর্সে ভর্তির নোটিশ

আরিফা রাখি : ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে প্রশিক্ষণ কোর্সে ভর্তির নোটিশ দেয়া হয়েছে। শিশুদের ভর্তির বয়সসীমা ৬ থেকে ১৩ বছর। আগামি ৮ জুলাই থেকে ২৭ জুলাই র্পযন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। শিশু একাডেমি সূত্র এতথ্য জানায়।

এখানে যেসব কোর্স করা যাবে সেগুলোর মধ্যে রয়েছে - এক বছরের ফাউন্ডেশনসহ চার বছর মেয়াদী কোর্স- সংগীত, তিন বছর মেয়াদী কোর্স - নৃত্য, চিত্রাংকন, ও সৃজন, হাওয়াইন বা স্প্যানিশ গিটার, আবৃত্তি ও উপস্থাপনা শৈলী। দুই বছর মেয়াদী কোর্স - নাট্যকলা, ইংরেজি ভাষা শিক্ষা, তবলা। এক বছর মেয়াদী কোর্সঃ দাবা, কম্পিউটার, সুন্দর হাতের লেখা, বাশি, বেহালা, দোতারা। এবছর ভর্তি ফি ধরা হয়েছে সকল বিষয়ের জন্য প্রতি বর্ষে এককালীন দুই হাজার ৫শ টাকা । বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ১শ ৫০ টাকা ।

অনলাইনে ফরম পূরণ করে রূপালী ব্যাংক লিমিটেড শিওরক্যাশ এজেন্ট পয়েন্ট থেকে অথবা নিজস্ব মোবাইলের রূপালী ব্যাংক লিমিটেড শিওরক্যাশ ওয়ালেট থেকে নির্ধারিত টাকা জমা দিয়ে ভর্তি হওয়া যাবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরাসরি প্রশিক্ষণ বিভাগে ভর্তি হওয়া যাবে। ফরমের সঙ্গে মাতা, পিতা ও প্রশিক্ষণার্থীর প্রকৃত জন্মনিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে। প্রশিক্ষণার্থীর প্রদত্ত তথ্য ভুল প্রমাণিত হলে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি বাতিল হবে।

এবছর ক্লাস শুরু হবে ২৭ জুলাই। ক্লাসের দিন - বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়