আরিফা রাখি : ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে প্রশিক্ষণ কোর্সে ভর্তির নোটিশ দেয়া হয়েছে। শিশুদের ভর্তির বয়সসীমা ৬ থেকে ১৩ বছর। আগামি ৮ জুলাই থেকে ২৭ জুলাই র্পযন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। শিশু একাডেমি সূত্র এতথ্য জানায়।
এখানে যেসব কোর্স করা যাবে সেগুলোর মধ্যে রয়েছে - এক বছরের ফাউন্ডেশনসহ চার বছর মেয়াদী কোর্স- সংগীত, তিন বছর মেয়াদী কোর্স - নৃত্য, চিত্রাংকন, ও সৃজন, হাওয়াইন বা স্প্যানিশ গিটার, আবৃত্তি ও উপস্থাপনা শৈলী। দুই বছর মেয়াদী কোর্স - নাট্যকলা, ইংরেজি ভাষা শিক্ষা, তবলা। এক বছর মেয়াদী কোর্সঃ দাবা, কম্পিউটার, সুন্দর হাতের লেখা, বাশি, বেহালা, দোতারা। এবছর ভর্তি ফি ধরা হয়েছে সকল বিষয়ের জন্য প্রতি বর্ষে এককালীন দুই হাজার ৫শ টাকা । বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ১শ ৫০ টাকা ।
অনলাইনে ফরম পূরণ করে রূপালী ব্যাংক লিমিটেড শিওরক্যাশ এজেন্ট পয়েন্ট থেকে অথবা নিজস্ব মোবাইলের রূপালী ব্যাংক লিমিটেড শিওরক্যাশ ওয়ালেট থেকে নির্ধারিত টাকা জমা দিয়ে ভর্তি হওয়া যাবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরাসরি প্রশিক্ষণ বিভাগে ভর্তি হওয়া যাবে। ফরমের সঙ্গে মাতা, পিতা ও প্রশিক্ষণার্থীর প্রকৃত জন্মনিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে। প্রশিক্ষণার্থীর প্রদত্ত তথ্য ভুল প্রমাণিত হলে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি বাতিল হবে।
এবছর ক্লাস শুরু হবে ২৭ জুলাই। ক্লাসের দিন - বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার।