শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রে সুশীল সমাজের ধারণা

হাসান মুরাদ সিদ্দিক : সাম্প্রতিক তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে যে বিষয়টা ব্যাপক আলোচিত, ক্ষমতার ভরকেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত, তারা সুশীল সমাজ। সিভিল সোসাইটি বা সুশীল সমাজ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন সতেরোশো শতকের তিন ...দার্শনিক হবস, লক ও রুশো। আরও পরে এর দার্শনিক ব্যাখ্যা খাড়া করেন মার্কসের মুরব্বি হেগেল। তবে হবস যে মতামত দেন তার গুরুত্বও ফেলনা নয়। তার মতে সুসংগঠিত, মজবুত ও দৃঢ় রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই সিভিল সোসাইটি প্রতিষ্ঠা সম্ভব। জন লক মনে করতেন প্রাকৃতিক অবস্থা উত্তরণের জন্য মানুষ সমাজ প্রতিষ্ঠা করে তাতে নিজেকে সমর্পণ করে। পরে সমাজ নিজেদের নিয়ন্ত্রণের জন্য তৈরি করে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা রাষ্ট্র। মূল কথা হলো প্রাকৃতিক অবস্থার সামাজিক চূড়ান্ত উত্তরণই রাষ্ট্র এবং রাষ্ট্রের অন্যতম দরকারি বিদ্বৎ শ্রেণিই হলো সুশীল সমাজ।
সিভিল সোসাইটির ভরকেন্দ্র, তাদের তৎপরতা, উদ্দেশ্যের ঔচিত্য-অনৌচিত্য নিয়ে ইউরোপে যখন ব্যাপক বাদানুবাদ চলছে তখন তার নতুন ব্যাখ্যা নিয়ে হাজির হন মার্কসের গুরু দার্শনিক হেগেল। তার মতে সিভিল সোসাইটি টিকে থাকে রাষ্ট্রের পরিসরে। মানুষের নৈতিক পথ-পরিক্রমার যে তিনটি স্থর তাতে সিভিল সোসাইটি বা সুশীল সমাজ অন্যতম। তিনটির মধ্যে সমাজ দ্বিতীয় হলেও রাষ্ট্র পরম বা চূড়ান্ত ধাপ। তাই সুশীল সমাজ যেকোনো মহৎ কর্মপ্রয়াসকে বাধাগ্রস্ত করার ক্ষমতা রাখে। হেগেল যে-চক্ষে সুশীল সমাজকে দেখেছেন তার উল্টো দিক থেকে দেখেছেন মহামতী মার্কস। রাষ্ট্রের বাইরের সব কিছুকে তিনি সিভিল সোসাইটির অন্তর্ভুক্ত মনে করেন। তাই শ্রেণি সংগ্রাম বা সর্বহারা বিপ্লবের সময় যে সর্বজনিন জনমত দরকার, রাষ্ট্রের বাইরের বিশাল অংশ সুশীল সমাজের অন্তর্গত হওয়ায় তারা বিপ্লবের অন্তরায় হিসেবে অবস্থান নেয়। এমন বিশ্লেষণের ভিত্তিতে হেগেল এবং মার্কস একযোগে সুশীল সমাজের বিলয় বা ধ্বংস জরুরি বলে মত দিয়েছিলেন। তাদের এমন কটু বিশ্লেষণের পর সুশীল সমাজ সম্পর্কে আলোচনা কয়েক শতাব্দী স্থিমিত হয়ে পড়ে। তার স্থলে মার্কসের শ্রেণি সংগ্রামের দর্শন অপ্রতিরোধ্যতার গতিতে ছড়িয়ে পড়ে এবং দুর্দ- প্রতাপে রাজত্ব করে কয়েক শতাব্দী। কিন্তু আশির দশকে মধ্য ইউরোপে সলিডারিটি আন্দোলন এবং পোলান্ডে সমাজতন্ত্রের পতনের পর সমাজতন্ত্র সম্পর্কে পুনর্মূল্যায়ন শুরু হয়। এই ফাঁকে সুশীল সমাজ সম্পর্কে আলোচনা আবারো হরেদরে শুরু করে দেয় পুঁজিবাদী বিশ্ব। সেই আলোচনার বেগকে আরো পরিসর এবং গতি দেন আন্তোনিও গ্রামসি। গ্রামসির মতে রাষ্ট্রের যে দুটি শ্রেণি সিভিল ও পলিটিক্যাল সোসাইটি, উভয় শ্রেণি যৌথভাবে রাষ্ট্রের সব কিছুতে ভাগ বসায়, অনেকটা বিভিন্ন কারণে রাষ্ট্র তাদের কোলে জিম্মি হয়ে পড়ে। ফলে শ্রেণি সংগ্রাম বা সমাজ বিপ্লব পদে পদে বাধাগ্রস্থ হয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়