শিরোনাম
◈ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের  উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ◈ নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো ◈ বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া ◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ ◈ মামলা করলে ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার করে পাওয়া যাবে ◈ কলকাতার মেট্রোরেলে নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলা নিয়ে বাকবিতণ্ডা (ভিডিও) ◈ বাংলাদেশসহ ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু, দেশগুলো হল.. ◈ ‘বুক কাঁপে না  মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে  উপস্থাপিকা দীপ্তি ◈ এবার পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত পুতিনের ◈ পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিরাইয়ে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

সালমান মিয়া, দিরাই (সুনামগঞ্জ) : দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে দিরাইয়ের কৃতিসন্তান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সার্বিক সহযোগিতায় এ পোশাক বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান গৌছ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শিল্পী রানি তালুকদারের সঞ্চালনায় পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী সুরঞ্জন রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সর্দার কামাল হোসেন রানা, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, দিরাইয়ের সন্তান টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পোষাক তুলে দিতে পারায় আমি সত্যিই আনন্দিত। এই বিদ্যালয় থেকেই পড়াশোনা শুরু করে আজ সঞ্জিত কুমার রায় পুলিশ সুপার, তোমাদের মাঝে যেন কোনো হীনমন্যতা না থাকে যে আমরা হাওর এলাকায় শিক্ষার্থী। এই বিদ্যালয় থেকে পড়ে অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন। দিরাই থেকেও ঠিকমতো পড়াশোনা করলে তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এজন্য দরকার একাগ্রতা।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়