শিরোনাম
◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত ◈ এবার আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চাইতে বললেন সিদ্দিকী নাজমুল আলম ◈ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে ৭ দিনে ৬৮০ নোটিশ, ১৪৭মামলা, ৪৯ গ্রেপ্তার ◈ অপরাধের কারণে কারো বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মুখোমুখি ◈ চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়! ইউটিউবে ভারতীয় চ্যানেলে ভয়ঙ্কর অপপ্রচার!!(ভিডিও) ◈ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার ◈ ‌‘আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে, ব্যস্ততার কারণে যেতে পারিনি’ ◈ আলোচিত সব সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় আছে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিরাইয়ে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

সালমান মিয়া, দিরাই (সুনামগঞ্জ) : দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে দিরাইয়ের কৃতিসন্তান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সার্বিক সহযোগিতায় এ পোশাক বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান গৌছ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শিল্পী রানি তালুকদারের সঞ্চালনায় পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী সুরঞ্জন রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সর্দার কামাল হোসেন রানা, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, দিরাইয়ের সন্তান টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পোষাক তুলে দিতে পারায় আমি সত্যিই আনন্দিত। এই বিদ্যালয় থেকেই পড়াশোনা শুরু করে আজ সঞ্জিত কুমার রায় পুলিশ সুপার, তোমাদের মাঝে যেন কোনো হীনমন্যতা না থাকে যে আমরা হাওর এলাকায় শিক্ষার্থী। এই বিদ্যালয় থেকে পড়ে অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন। দিরাই থেকেও ঠিকমতো পড়াশোনা করলে তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এজন্য দরকার একাগ্রতা।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়