মো. তৌহিদ এলাহী : বয়সবেশী হওয়াও ছাত্রলীগের কমিটিতে স্থান পেয়েছেন গাজীপুরের মেয়ে নাসরিন আক্তার। বর্তমানে তার বয়স ২৯ বছর ১০ মাস ২৩ দিন।কিন্তু ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ২৭ বছরের বেশী বয়সী কেউ কমিটিতে থাকতে পারবেন না।
খোঁজ নিয়ে জানা যায়,গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সরদাগঞ্জ গোবিন্দবাড়ির ডিএম নাসির উদ্দিন ও জয়নব আক্তার দম্পত্তির মেয়ে নাসরিন। ১৯৮৯ সালের ৫ আগষ্ট জন্ম নেন নাসরিন্। ২০০৮ সালে এসএসসি পাশ করেন হাতিমার হাই স্কুল থেকে ,এইচ এস সি পাশ করেন ২০১০ সালে দোষহাইদ একে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে তার ঠাঁই হয় সহ সম্পাদক পদে।জুবায়ের আহমেদের খুব ঘনিষ্ঠ হওয়ায় এ পদ পেতে তেমন কোন কষ্ট পোহাতে হয়নি তার!
ছাত্রলীগের গঠনতন্ত্রে যেহেতু বয়সের একটি সীমারেখা আছে,সেই অনুযায়ী নাসরিন বাদ পড়েন নি:সন্দেহে।কিন্তু কেন তাকে এ পদ দেয়া হলো এ প্রশ্ন এখন পদবন্চিত এবং সাবেকদের।
আপনার মতামত লিখুন :