শিরোনাম
◈ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন, কী কথা হলো দু’জনের ◈ ট্রাম্পের জয়কে বাংলাদেশের আঙ্গিকে ভারত যেভাবে দেখছে ◈ যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক: ম্যাথিউ মিলার ◈ শীতকাল এবার কেমন হবে-জানালেন আবহাওয়াবিদরা ◈ লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ, মেডিকেল বোর্ড গঠন ◈ আইপিএলে মোস্তাফিজ ২ কোটি, সাকিব-মিরাজ কত…? ◈ পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিরাট সম্পদ, সেখানকার শান্তির জন্য যা দরকার তাই করা হবে: সেনাপ্রধান (ভিডিও) ◈ ট্রাম্পের ঘোষণায় শঙ্কায় ১০ লাখ ভারতীয় : ‘জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব নয়’ ◈ বাংলাদেশ শিল্পকলার সামনে দু'পক্ষের হাতাহাতি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ আওয়ামী লীগ অফিসে শুয়ে থাকে হাগু করে এইটা কেমন কথা, পরিস্কার করতে বললেন শেখ হাসিনা!

প্রকাশিত : ২৮ জুন, ২০১৯, ০২:২৯ রাত
আপডেট : ২৮ জুন, ২০১৯, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের দুই-তৃতীয়াংশ মাদকজনিত মৃত্যুর জন্য দায়ী হেরোইন ও বৈধ ব্যথানাশকের ব্যবহার

নূর মাজিদ : জাতিসংঘের মাদক এবং অপরাধ প্রতিরোধ সংস্থা ইউনোডক সা¤প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনে বলছে, বিশ্বে মাদকজনিত মৃত্যুর এক-তৃতীয়াংশের কারণ ওপিওয়েড বা আফিম থেকে উৎপাদিত হেরোইন জাতীয় মাদক এবং বৈধ ব্যথানাশকের ব্যবহার। বিশেষ করে, ব্যথানাশকের মাত্রাতিরিক্ত এবং নেশার কাজে ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এবং বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৩ কোটি মানুষ এসব মাদক ব্যবহারের কারণে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছে। যাদের জরূরী চিকিৎসা ও মাদকাসক্তি নিরাময়ে, দ্রুত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। সূত্র : ইউএন নিউজ ওআরজি।

গত বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে ২০১৭ সাল পর্যন্ত মাদক ব্যবহার এবং এর ফলে ক্ষতির চিত্র প্রকাশ করা হয়েছে। ইউনোডকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী ওপিওয়েড জাতীয় মাদক বিশেষ করে হেরোইন ব্যবহারে আসক্তের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ। যা সংস্থাটির পূর্ব প্রকাশিত সংখ্যার চাইতে ৫৬ শতাংশ বেশি। ২০১৭ সালে মাদক ব্যবহারে মারা গেছেন ৫ লাখ ৮৫ হাজার মানুষ, যাদের দুই-তৃতীয়াংশ ওপিওয়েড আসক্তির কারণেই মারা গেছেন।

সাম্প্রতিক প্রতিবেদনে মাদকাসক্তিরচ সংখ্যাবৃদ্ধির কারণ হিসেবে সংস্থাটি জানায়, নতুন ধরনের গবেষণা পদ্ধতি সার্বিক পরিস্থিতি সম্পর্কে আরো বড় চিত্র যুক্ত করেছে। বিশেষ করে, বিশ্বের অন্যতম দুই জনবহুল দেশ ভারত এবং নাইজেরিয়ায় মাদকাসক্তি নির্ণয়ে যেসব জরিপ পরিচালনা করা হয়, তার ফলেই এমনটি হয়েছে।

বৈশ্বিকভাবে ২০১৭ সালে মোট ১ কোটি ১০ লাখ লোক ইঞ্জেকশনের মাধ্যমে ব্যথানাশক ওষুধ, হেরোইন ও অন্যান্য মাদক নিয়েছেন। যাদের মাঝে ১৪ লাখ এইডস এবং ৫৬ লাখ হেপাটাইটিস-সি দ্বারা আক্রান্ত। সকল ধরনের মাদক ব্যবহারের হিসেবে ২০১৬ সালে মাদক ব্যবহার করেছেন বিশ্বের মোট জনসংখ্যার ৫ দশমিক ৫ শতাংশ বা ২৭ কোটি ১০ লাখ মানুষ। যাদের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে । দীর্ঘমেয়াদি তুলনা করলে দেখা যায় এটা ২০০৯ সালের মাদকসেবীদের তুলনায় এই সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। অবশ্য এর নেপথ্যে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও অবদান রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়