ডেস্ক রিপোর্ট : ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বুকে ব্যথা নিয়ে মঙ্গলাবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন। যুগান্তর
মঙ্গলবার রাত ৯টায় ব্রায়ান লারার শারীরিক অবস্থার আপডেট জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার পেজ থেকে জানানো হয়েছে, ‘ব্রায়ান লারা জানিয়েছেন, আমি ভালো আছি। আমি এখন প্রায় সুস্থ। আশা করছি বুধবার হোটেলে ফিরতে পারব।’
বিশ্বকাপ চলা অবস্থায় ভারতীয় একটি টিভি চ্যানেলের হয়ে ধারাভাষ্য দিয়ে যাচ্ছিলেন লারা। ভারত সফরে থাকা অবস্থায় মঙ্গলবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায়, ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ের প্যারেলে গ্লোবাল হাসপাতালে ভর্তি হয়েছেন।ক্রিকেট থেকে অবসরে ধারভাষ্য পেশায় জড়িয়ে আছেন ৫০ বছর বয়সী ত্রিনিদাদের এই তারকা ক্রিকেটার।চলতি বিশ্বকাপের টিভি সম্প্রচারে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন তিনি। সেই কাজেই মুম্বাইতে ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১টি টেস্টে ম্যাচ খেলে ৩৪টি সেঞ্চুরি ও ৪৮টি ফিফটির সাহায্যে ১১ হাজার ৯৫৩ রান করেন লারা। টেস্টের এক ইনিংসে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ৪০০ রান করেন এই কিংবদন্তি ব্যাটসম্যান।
এছাড়া ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে ২৯৯ ম্যাচ খেলে ১৯টি সেঞ্চুরি ও ৬৩টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৪০৫ রান করেছেন লারা।
আপনার মতামত লিখুন :