ফিরোজ আহমেদ : দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে না। দুর্ঘটনার ক্ষেত্র প্রস্তুত থাকতে হয়। কুলাউড়ার এই মৃত্যু আসলে দেশের যেকোনো স্থানেই যেকোনো মুহূর্তে ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ রেললাইন নামে অনুসন্ধান করতেই গুগল অনেকগুলো খবর দেখালো। নিশ্চিত নই, তবু সন্দেহ করি, রেলপথ নির্মাণ কিংবা সংস্কারেও বাংলাদেশ হয়তো শীর্ষস্থানেই আছে।
কালভার্ট পুরনো হলে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিনা, নতুন হলে কেন ভাঙলো, এই বিষয়ে কে কতোখানি দায়ী, তার জবাবদিহিতা আর শাস্তি না হলে এই মৃত্যু কীভাবে ঠেকাবেন? রাতের আঁধারে যারা ভোট চুরি করে নিয়ে যায়, তাদেরকে কীভাবে জবাবদিহিতার আওতায় আনবেন? ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :