শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঠিক সময়ে ‘কাট’ করতে পারার ক্ষমতা সবার হয় না

মুন তাসলিমা শেখ : এসাইনমেন্টের মাধ্যমে আমরা অভিজ্ঞ হয়ে উঠি, ওয়াইজ হয়ে উঠি। আমার নিজেকে সব সময় বলা, বি গুড লিসনার! নট ব্যাড লিসনার! যে গুড লিসনার সে গারবেজ শুনে কানকে গুদাম ঘর করেনা। এটি একটি আর্ট, কখন আপনি সেইসব গারবেজ থেকে নিজের কান এবং মনকে উড্রো করবেন। এটা না হলে কিছুদিন পর দেখবেন গায়ে পারলে তারা পায়খানা পেশাবও চালাচ্ছে।

অনলাইন রিলেটিভ্লি নতুন ফেনোমেনা। এখানে দরকার একটি স্মার্টফোন আর নেট। চলে আসবে আপনার বালিশের গোঁড়ায়। তাতে কোনো সমস্যা থাকে না যদি পারস্পরিক একচেঞ্জ সম্পর্কটি প্রতিনিধিত্ব করে। মতামতের এমন খোলা ময়দান জীবনে কোনোদিন পায়নি জন্য, তার ডায়রিয়া সহ্য করতে হয়। কিন্তু ইটস ইয়্যু হু ডিসাইডস, কোনটা এবং কতোটুকুন আপনি কানে শুনবেন, কোনটি এবং কোন পর্যায়ে আসলে আপনি সুইচ অফ করে দেবেন! একজন গুড লিসনার সে, যে তার শ্রবণ শক্তিকে অ্যাবিউজড হতে অ্যালাউ করে না! সঠিক সময়ে কাট করতে পারার ক্ষমতা সবার হয় না। তারাই দেখবেন ফেসবুকে ঘ্যানঘ্যান প্যানপ্যান করে। তুমি ফেসবুক চালাও না  তোমারে ফেসবুক চালায়? অল অ্যাবাউট, সেলফ রেসপেক্ট! নিজের ইন্টিগ্রিটি। সেটা থাকলে সেটাই সব একাই ম্যানেজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়