দেবদুলাল মুন্না: ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন ধর্মেন্দ্রপুত্র সানি দেওল পাঞ্জাবের গুরুদাসপুরে।কিন্তু গত কয়েকদিন থেকে জোরালো গুঞ্জন চলছে সানি দেওল সংসদ সদস্য পদ হারাতে পারেন।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনী প্রচারে অতিরিক্ত খরচ করেছেন। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে সানি দেওলকে নোটিশও পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী নির্বাচনের খরচসংক্রান্ত বিধিমালা লঙ্ঘন প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিজয়ী প্রার্থীর সদস্য পদ বাতিল করতে পারে নির্বাচন কমিশন।
জানা গেছে, নির্বাচন কমিশন থেকে লোকসভা নির্বাচনে প্রত্যেক প্রার্থীর নির্বাচনী খরচ বাবদ ৭০ লাখ রুপি নির্ধারণ করে দেওয়া হয়। সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনে তিনি ৮৬ লাখ রুপি খরচ করেছেন। নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে। সানি দেওলকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন থেকে পাঠানো নোটিশের জবাব দিতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও তা তদন্ত করে দেখা হবে। অভিযোগ সত্য হলে সানি দেওল সংসদ সদস্য পদ হারাবেন।
এক্ষেত্রে যিনি দ্বিতীয় স্থানে আছেন, তাঁকেই বিজয়ী ঘোষণা করা হতে পারে। সানি দেওলের নিকটতম প্রার্থী হচ্ছেন, কংগ্রেসের সুনীল জাখর। সুনীল জাখর ৮০ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন।এর আগে সানি দেওলের বিরুদ্ধে আরও একবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে। তখন বলা হয়, নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার বাইরে গিয়ে তিনি প্রচারকাজে অংশ নিয়েছেন। তখন সানি দেওলকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :