শিরোনাম
◈ ঢাকার হোটেলে আটকে আছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ◈ পঞ্চম দিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ◈ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার ◈ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি বিপিএলে ব্যর্থতার দায় স্বীকার করলেন ◈ দক্ষিণ এশিয়ার কূটনীতি পরিবর্তনের পেছনে ভারত-পাকিস্তানের পুরনো প্রতিদ্বন্দ্বিতা ◈ কারা অধিদপ্তরের লোগো থেকে সরানো হলো নৌকা ◈ আবারও বাড়ল এলপি গ্যাসের দাম ◈ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা - ক্লাসের বদলে মাঠে আ’লীগের লিফলেট বিতরণে ব্যস্ত (ভিডিও) ◈ ৮ জেলায় বিএনপির নতুন কমিটি ◈ প্রধান উপদেষ্টা নিজেই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করলেন?

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৯, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পেস লাইন নিয়ে বিচলিত নন গুরু ওয়ালশ

আক্তারুজ্জামান : বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বোলিংয়ে এখন পর্যন্ত মাশরাফি, মুস্তাফিজ ও সাইফউদ্দিনকে নিয়ে পেস লাইন তৈরি হয়েছে। মাশরাফি-মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে হচ্ছে নানা কথা, সাইফউদ্দিনের ফিটনেস নিয়ে মৃদু সংশয়, তবুও টাইগারদের পেস গুরু ওয়ালশ এসবে একেবারেই বিচলিত নন।

গতকাল টন্টনের সমারসেট কাউন্টি গ্রাউন্ডে অনুশীলনে নেমেছিল টাইগাররা। সেখানে ছিলেন কোর্টনি ওয়ালশও। শিষ্যদের কঠিন প্রস্তুতি নেওয়া খুব কাছ থেকেই দেখছিলেন তিনি। বৃষ্টি ভাবনার পাশাপাশি নিজ দল ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা নিয়েই তার যত চিন্তা। ওয়েস্ট ইন্ডিজ পরে, আগে বৃষ্টির সঙ্গে লড়ে নিই- কাল বাংলাদেশ দল এ ‘প্রতিজ্ঞা’ নিয়েই যেন অনুশীলন করতে নেমে গেল। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে শুরুতে গা গরম, পরে ফিল্ডিং অনুশীলন।

ব্রিটেনে আবহাওয়ার পূর্বাভাস যারা দিয়ে থাকে, বেশির ভাগই নির্ভুল। নির্ভুল না হলে ব্রিটিশদের জীবনযাত্রাই যে থমকে যেত! এখানকার পূর্বাভাসে যদি আস্থা রাখা যায়, বাংলাদেশের দর্শকেরা স্বস্তি পাবেন, টন্টনে সোমবারের আবহাওয়া বেশ ক্রিকেটবান্ধব!

ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে বৃষ্টি নিয়ে যদি মাথাব্যথা না থাকে, কোর্টনি ওয়ালশের ভাবনা নেই বাংলাদেশ দলের তিন পেস ব্যাটারি মাশরাফি, মুস্তাফিজ ও সাইফউদ্দীনকে নিয়ে! বাংলাদেশ পেস আক্রমণ এগোচ্ছে এই তিন ‘ম’কে নিয়েই। মাশরাফি-মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে যেমন প্রশ্ন উঠছে, চিন্তা আছে সাইফউদ্দিনের ফিটনেস নিয়েও। লোকে এমনটি ভাবতে পারে, তবে কাল বিকেলে ‘মাস্টার’ বলেছেন, এই তিন পেসারকে নিয়ে তার কোনো চিন্তাই নেই। ওয়ালশের পর্যবেক্ষণে তিন পেসার সঠিক কক্ষপথেই আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়