শিরোনাম
◈ গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার ◈ বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের ◈ আবেগঘন চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধার ‘আত্মহত্যা’ ◈ নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ ◈ বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনে ফজলুর রহমানের নেতৃত্বে আছেন যারা ◈ নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা ◈ ডিবি থেকে নিয়ে ৯ তরুণকে খুন! সেই এক লোমহর্ষক ঘটনার অনুসন্ধান ◈ বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে পাওনা অর্থের পরিমাণ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ◈ মুক্তিযোদ্ধার ওপর হামলা চালালো কারা? নিজ মুখেই জানালেন ভুক্তভোগী (ভিডিও) ◈ টাকার বিনিময়ে আ.লীগ নেত্রী মহিলা দলের সভাপতি! (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া ২০২০ সালে কোপা আমেরিকা আসরে খেলবে

স্পোর্টস ডেস্ক : আগামী বছর পরবর্তী কোপা আমেরিকার আসরে দেখা যাবে অস্ট্রেলিয়া ফুটবল দলকে। আমন্ত্রিত দেশ হিসাবে ২০২০ কোপা আমেরিকা খেলবে অস্ট্রেলিয়া। সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকেও পুনরায় দেখা যাবে কোপা আমেরিকার পরবর্তী সংস্করণে।

বাংলাদেশ সময় আগামীকাল (শনিবার) ভোরে মাঠে গড়াবে কোপা আমেরিকার এবারের আসর। সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনে সভাপতি আলেজান্দ্রো ডমিংগুয়েজ নিশ্চিত করেছেন, দুই অতিথি দেশের পরের কোপায় অংশ নেওয়ার কথা। এ বছর কাতারের সঙ্গে জাপানকে অতিথি দেশ হিসাবে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে কোপার আসরে।

আর্জেন্টিনা ও কলম্বিয়া যুগ্মভাবে পরবর্তী কোপা আমেরিকা আয়োজন করবে। ১২ দলের টুর্নামেন্টকে দু’টি গ্রæপে ভাগ করা হবে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এক একটা গ্রæপ নিজেদের মধ্যে লিগের ম্যাচগুলো খেলবে যেকোনও একটি আয়োজক দেশে। অর্থাৎ একটি গ্রæপের খেলা হবে আর্জেন্টিনায়। অপর একটি গ্রæপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বিয়ায়। স্বাভাবিকভাবেই আয়োজক দেশেরা নিজেদের দেশেই খেলবে তাদের গ্রুপের ম্যাচ। দু’টি গ্রæপের চারটি করে দল নক-আউটে জায়গা করে নেবে।

যদিও নক-আউট পর্বের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি। কনফেডারেশনের তরফে জানানো হয়েছে যে, দিন পনেরোর মধ্যেই নক-আউট ম্যাচগুলির ভেন্যু নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে দাবি উঠেছিল যে, পরের কোপায় দুই লেগের ফাইনাল ম্যাচের। তবে কনফেডারেশনের তরফে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, একটিই ফাইনাল ম্যাচ খেলা হবে দু’দেশের কোনও এক শহরে।

এ বছর ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকা টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে ১৭৮টি দেশে। এবার টুর্নামেন্টের ১২টি দলকে ভাগ করা হয়েছে তিনটি গ্রæপে। ‘এ’ গ্রæপে আয়োজক ব্রাজিলের সঙ্গে রয়েছে বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু। ‘বি’ গ্রæপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও অতিথি দল কাতার। ‘সি’ গ্রæপে আর এক আমন্ত্রিত দল জাপানের সঙ্গে রয়েছে উরুগুয়ে, ইকুয়েডর ও চিলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়