ফাহাদুল সানি: স্থানীয় প্রসাশনের অসহযোগিতা এবং নদীর সীমানা নির্ধারনের ভুল ব্যাখ্যার কারণে নদী কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছে পরিবেশ বাদী সংগঠন বাপা। একাত্তর টিভি, ১৪:০০
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাপার বক্তরা বলেন, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার ফলে নদীর রক্ষার কোন পদক্ষেপ কার্যকর করা যাচ্ছে না। নদী রক্ষায় স্বল্প মেয়াদী, দীর্ঘ মেয়াদী পদক্ষেপের পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
এছাড়া আধি বুড়িগঙ্গা রক্ষায় ৫ দফা দাবি উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে। বাপার বক্তারা দাবি করেন নদীর রক্ষার জন্য এখনই সকল শ্রেনী পেশার মানুষকে এক হয়ে সচেতণতামূলক পদক্ষেপ নিতে হবে। সম্পাদনা: এইচ এম জামাল
আপনার মতামত লিখুন :