মোহম্মদ ইলিয়াস হোসাইন, ঢাবি: শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করায় বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দর্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ। র্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন,‘ ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ৫লাখ ২৩ হাজার কোটি টাকা পাশ হয়েছে। একমাত্র দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব এত বড় সাহস করার। তার স্বপ্ন দেখার সাহস রয়েছে। বঙ্গবন্ধুর রক্তের সুযোগ্য উত্তারাধিকারী, বঙ্গবন্ধু তনয়া একমাত্র এই অসাধ্যকে সাধন করতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হয়ে তার চলার পথকে মসৃণ রাখতে উন্নত বাংলাদেশ বিনিমার্ণের যে মহাসড়কে আমাদের নেত্রী অহর্নিশ ছুটে চলেছেন সেই চলার পথকে মসৃণ রাখতে আমরা কাজ করব।
ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, প্রত্যেক বছর বছর আমাদের বাজেট বৃদ্ধি পাচ্ছে।
তিনি এবছরের বাজেটের মূল প্রতিপাদ্য ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ এটি উল্লেখ করে বলেন, সময় এখন কাদের? সময় এখন বাংলাদেশের প্রত্যেকটি তরুণের এবং প্রত্যেকটি জনগণের। আপনারা দেখে থাকবেন বাজেটের সবচেয়ে বড় দুটি অংশ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। যা একটি রাষ্ট্রকে উন্নত করতে দরকার। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এ দুটি খাতে বেশি বাজেট রেখেছেন। যা আমাদের তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। সেই কারণে আমি বলতে চাই শেখ হাসিনার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তরুণদের প্রতি খেয়াল রেখে আগামী প্রজন্মকে কিভাবে সমৃদ্ধশীল করা যায় সে লক্ষ্যে কাজ করছে। তাই আমরা সকল তরুণ প্রজন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাই এবং এই বাজেটকে স্বাগত জানাই।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। আনন্দর্যালী ও সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :