শিরোনাম
◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ ◈ অগ্রিম টিকিট বিক্রি শুরু, কোন তারিখে ট্রেনের কোন টিকিট এর বিষয়ে যা জানাগেল ◈ ইরানকে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী ◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন ◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিলুর রহমান ও জ্যাকী আলমগীরকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সমীরণ রায়: দীর্ঘদিন থেকে নানা রোগে ভুগছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা জামিলুর রহমান শাখা ও জ্যাকী আলমগীর। আর্থিক সংকটের কারণে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছিলেন না তারা। অবশেষে এই দুই অভিনেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুজনকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। এই অনুদান পেতে সার্বিকভাবে সহযোগিতা করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমরা জামিলুর রহমান শাখা ও জ্যাকী আলমগীর ভাইয়ের জন্য আবেদন করেছিলাম। যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

জামিলুর রহমান শাখা ১৯৬২ সালে খসরু নোমানের পরিচালনায় ‘এই তো জীবন’ নাটকে প্রথম মঞ্চে অভিনয় করেন। অভিনেতা ফরিদ আলীর সহযোগিতায় ১৯৬৬ সালে টিভি নাটকে অভিনয় করার সুযোগ হয়। তার অভিনীত নাটকের সংখ্যা প্রায় দুশ’। টিভি নাটকের পাশাপাশি বেতারের নাটকেও অভিনয় করেছেন জামিলুর রহমান শাখা।

মঞ্চ, টেলিভিশন, বেতার নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রাভিনেতা হিসেবেই পরিচিতি পেয়েছেন জামিলুর রহমান শাখা। এখন পর্যন্ত ছয় শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার যাত্রা সফদার আলী ভুঁইয়ার নির্দেশনায় ‘রাজমুকুট’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো-‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘আত্ম অহংকার’, ‘বীর সন্তান’, ‘জীবনঢুলী’, ‘৭১-এর মা জননী’।

চলতি বছরের শুরুর দিকে জ্যাকী আলমগীর হার্টের সমস্যা নিয়ে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । অর্থের অভাবে তার চিকিৎসা চলছিল ধীরগতিতে। ১৯৮২ সালে প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘রক্তের বন্দী’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। এ পর্যন্ত সাত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর আগে ‘আরণ্যক’ নাট্যদলের সঙ্গে প্রথম অভিনয়ে সম্পৃক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়