শিরোনাম
◈ অপরাধে জড়াচ্ছে সমন্বয়করা, ভুয়া সমন্বয়ক পরিচয়ে অপরাধ করছে অনেকে ◈ রমজান মাসে ভারতের গুলমার্গে ফ্যাশন শো! বিধানসভায় নিন্দা ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী ◈ গণবিজ্ঞপ্তি জারি, নতুন দলের নিবন্ধন পেতে ২০ এপ্রিলের মধ্যে আবেদন ◈ সাড়া দিচ্ছে মাগুরার নির্যাতনের শিকার শিশুটি, জানালেন মা ◈ ২৪ ঘণ্টার মধ্যেই মুচলেকায় ছাড়া পাওয়া সেই নারী গ্রেপ্তার ◈ শেখ হাসিনার আমলে পাচারের টাকা ফিরিয়ে আনতে হচ্ছে আইন : প্রেস সচিব (ভিডিও) ◈ নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু ◈ ২৪ ঘন্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ২৭ জন ডাকাতসহ গ্রেফতার ২৩৫  ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ০৬:১৩ সকাল
আপডেট : ০২ জুন, ২০১৯, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে দুই সেনা কর্মকর্তার ফাঁসি, এক জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট  : পাকিস্তানে গুপ্তচরবৃত্তির দায়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান ও কর্মরত চিকিৎসক ওয়াসিম আকরামকে ফাঁসি এবং লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাভেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

দেশটির সামরিক আদালত এই তিন জনের বিরুদ্ধে শুনানির পর বৃহস্পতিবার এই দণ্ডাদেশ দেয় হয় বলে জানিয়েছে ভারতের বাংলা গণমাধ্যম আনন্দবাজার। জাভেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও পাকিস্তানের আইন অনুসারে ১৪ বছর কারাবাস করবেন তিনি।

পাকিস্তানের আইন অনুযায়ী, সামরিক আদালতের বন্ধ ঘরে এই তিন জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি অভিযোগের শুনানি চলে। এতে দোষী সাব্যস্ত হন তারা। এরপর আদালতের প্রস্তাবিত রায় জানানো হয় সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়াকে।

আদালতের এই রায়ে সম্মতি দেন জাভেদ বাজওয়া। দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা একটি বিবৃতিতে তিনি বলেন, বিদেশি সংস্থার কাছে দেশের স্পর্শকাতর তথ্য ফাঁস ও গুপ্তচরবৃত্তির দায়ে এই তিন জনকে শাস্তি দেয়া হয়েছে।

তবে এই তিনজন কোন দেশের কাছে কী তথ্য ফাঁস করেছেন তা জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী। এমনকি, এটিও স্পষ্ট নয় যে অবসরপ্রাপ্ত সেনারা কর্মরত থাকাকালীন তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা শুরু হয় কিনা।  পাকিস্তানের আইন অনুযায়ী অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ জানাতে বা তা পর্যালোচনার আবেদন করতে পারবেন এই তিনজন। আরটিভি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়