এইচ এম জামাল: ঈদে ট্রেনে বাড়ি ফেরা মানুষ কমলাপুর রেলস্টেশনে হয়রানির শিকার হচ্ছেন। যেসব যাত্রী টিকিট পাননি তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেয়ার নামে টাকা আদায় করছেন রেলওয়ের টিকিট কালেক্টটররা। বাংলা নিউজ
শুক্রবার রেলওয়ের ঈদ সেবা শুরু হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে অবৈধ বাণিজ্য করছেন টিকিট কালেক্টররা। সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, মনগড়া স্লিপ দিয়ে অনেক যাত্রীর কাছ থেকে টাকা নিচ্ছেন তারা। ফারুক নামে এক যাত্রী জয়দেবপুর যাবেন, তার কাছ থেকে ১০০ টাকা নিয়েছেন এক টিকিট কালেক্টর। এভাবে বিভিন্ন গন্তব্যের যাত্রীর কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদাবাজি করছেন টিকিট কালেক্টররা।
টাকা নেয়া এক টিকিট কালেক্টরের পরিচয় জানতে চাইলে তেড়ে আসেন তিনি। জরিমানা করার হুমকিও দেন। পরে সাংবাদিক পরিচয় দেয়ার পর দুঃখ প্রকাশ করে বলেন, প্রথমে সাংবাদিক পরিচয় দিলে এত ঝামেলা হতো না! তবে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি। এ ব্যাপারে স্টেশনের এক কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
আপনার মতামত লিখুন :