শিরোনাম
◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয়  ◈ ঢাবি শিক্ষার্থীদের ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে ব্যর্থ বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো

মঈন মোশাররফ : পোশাক শ্রমিকদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পারিশ্রমিক দিচ্ছে না বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো। এমনকি শ্রমিকদের প্রয়োজনীয় মজুরি দিতে উৎসাহীও নয় তারা। বৃটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়, বিশ্বের দামি ২০টি ব্র্যান্ডের মধ্যে মাত্র তিনটি এইচঅ্যান্ডএম, সিঅ্যান্ডএ ও জি-স্টার— পোশাক শ্রমিকদের এ ম দিতে অঙ্গীকার করেছে। ডয়চে ভেলে

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গেনেভিভে লেবারন বলেন, অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের প্রয়োজনীয় মজুরি দিতে প্রতিজ্ঞাবদ্ধ হলেও বাস্তবে দেখা গেছে তাদের এ প্রতিজ্ঞা পূরণ হয়নি।

শ্রমিকদের প্রয়োজনীয় মজুরি নিশ্চিত করার বিষয়ে জার্মান প্রতিষ্ঠান পুমার মুখপাত্র বলেন, শ্রমিকদের মজুরি বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এ আলোচনায় শ্রমিক প্রতিনিধিদেরও রাখা উচিত, যেন তারা নিজেদের বিষয়গুলো উপস্থাপন করতে পারে ।

তবে মজুরি নির্ধারণের বিষয়টি এত সহজ নয় উল্লেখ করে পুমার যোগাযোগ কর্মকর্তা রবার্ট-ইয়ান বার্টুনেক রয়টার্সকে জানান, তারা বাংলাদেশে পোশাক শ্রমিকদের জীবনযাপনের জন্য ন্যায্য মজুরির বিষয়ে একটি প্রকল্প চালু করেছিলো । এ প্রকল্পের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মজুরির বিষয়টি সবসময় সমান নয়, বলেন তিনি।

এদিকে শ্রমিকদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের প্রধান পিটার ম্যাকআলিস্টার বলেন, অনেক ক্রেতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় মজুরি নিশ্চিতকরণের বিষয়টি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে । এ কারণে শ্রমিকদের প্রয়োজনীয় মজুরি নিশ্চিত করতে আরো লম্বা পথ পাড়ি দিতে হবে। সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়