শিরোনাম
◈ এবার যা বললেন বনশ্রীতে গুলিবিদ্ধ হওয়া স্বর্ণ ব্যবসায়ী (ভিডিও) ◈ সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন, নেভানোর চেষ্টা স্থানীয়দের (ভিডিও) ◈ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করলেন আসিফ নজরুল (ভিডিও) ◈ কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা ◈ স্বর্ণ ব্যবসায়ীকে গুলির কথা শুনেও গেট খোলেননি বাড়িওয়ালা-দারোয়ান! ◈ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার ◈ পাকিস্তান আউটের আবেদন করলে কোহলির ভাগ্যে সেঞ্চুরি জুটতো না, খেলার ফলাফল উল্টো হতে পারতো ◈ লড়াই করেও হেরে গেলো নাপোলি ◈ নতুন রাজনৈতিক দলের কোন পদে থাকছেন হাসনাত-সারজিস, যা জানাগেল

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অপহরণ করে হত্যার চেষ্টা, আটক ১

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দিদার হোসেন বাবলু নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অস্ত্র ঠেকিয়ে অপহরণের পর হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। অপহরণের আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালীর একটি ইটভাটা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনার শিকার বাবলুকে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বসুরহাট বাজারের একটি ফার্মেসি থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় রোমান নামের অভিযুক্ত এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আহত বাবলু স্থানীয় চরশাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ও মৃত আমিন উল্লার ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা বাবলু জানায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে স্থানীয় রিয়াজ গ্রুপের রিয়াজসহ কয়েকজন যুবক তাকে হুমকি দেয়। রাতে তারাবির নামাজ শেষে বাজারের একটি ফার্মেসিতে আড্ডারত অবস্থায় হঠাৎ করে সিএনজি যোগে ৫/৬ জনের একটি অস্ত্রধারী গ্রুপ তাকে ধস্তাধস্তি করে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে অপহৃতের বড় ভাই শহীদ আলম লিটন আহত হন। পরে এলাকাবাসী এগিয়ে আসলে কয়েক রাউন্ড ফাকা গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। পরে বাবলুকে পার্শ¦বর্তী নোয়াখালী জেলার একটি ইট ভাটায় নিয়ে বেধম মারধর করে। এঘটনায় জড়িত স্থানীয় রোমান, রাজু, রিয়াজ ও জুয়েলকে আহত বাবলু চিনতে পেরেছে বলে জানান ।

তার ডান পায়ে ছুরিকাঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ দিকে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অপহরণ ও হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ জড়িত সব সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবলুকে অপহরণ করা হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়