লিয়ন মীর : জঙ্গিবাদ রুখে দিতে ঘরে ঘরে জনসচেতনতা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি ঘরে জঙ্গিবাদের ভয়াবহতা নিয়ে আলোচনার মাধ্যমে সচেতনা সৃষ্টি করতে হবে। সচেতনতা সৃষ্টির মধ্যমে তরুণ প্রজন্মকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে সক্ষম হলে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশ্বিক সংকট। বিশ্বের বড় বড় শক্তিশালী দেশ এবং শান্তিপূর্ণ দেশেও জঙ্গিরা একাধিকবার ভয়াবহ হামলা চালাতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশে হলি আর্টিজন হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। তারা আর কোনো বড় হামলা চালাতে সক্ষম হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একান্ত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয় তবে, নিয়ন্ত্রণ করা সম্ভব। যেটা বাংলাদেশ পেরেছে। তবে অতি সম্প্রতি ছোট ছোট দুটি জঙ্গি হামলা ইঙ্গিত দিচ্ছে যে, জঙ্গিরা তৎপর রয়েছে। জঙ্গিগোষ্ঠী যাতে বড় কোনো হামলা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশিাপাশি দেশের সব মানুষকে সচেতন দৃষ্টি রাখতে হবে। সাধারণ মানুষ সর্বক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখলে জঙ্গিদের পরিকল্পনা ব্যর্থ হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। পিতা-মাতাকে সন্তানদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে খেয়াল রাখতে হবে এবং সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তাদের চিন্তা-ভাবনার জগতে প্রবেশ করার চেষ্টা করতে হবে। সন্তানদের চিন্তা-ভাবনা সম্পর্কে জানতে পারলে তাদের ভুলপথে যাওয়ার আগেই সঠিক পথ দেখানো সম্ভব।
তিনি বলেন, বিএনপি সরকারের আমলে বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিলো। বিএনপি জঙ্গিদের আর্থিক, রাজনৈতিক এবং ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সহায়তা করেছে। তাই এখন জঙ্গিবাদ রুখে দিতে দেশের কল্যাণে, জনগণের নিরাপত্তার স্বার্থে বিএনপিকে জঙ্গিসঙ্গ ছাড়তে হবে। কেননা জঙ্গিরা রাজনৈতিক এবং আর্থিক সহায়তাহীন হলে দুর্বল হয়ে যাবে। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের পক্ষে জঙ্গিবাদ মোকাবেলা অনেকটা সহজ হয়ে যাবে।