সান্দ্রা নন্দিনী : ভারতের আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল তার দলের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে হারের পেছনের প্রধান কারণ নির্ণয় করেছেন। বুধবার এক খোলাচিঠিতে কেজরিওয়াল পরাজয়ের জন্য ২টি প্রধান কারণ ব্যাখ্যা করেন। এনডিটিভি
চিঠিতে কেজরিওয়াল লেখেন, ‘ভোটের ফলাফল একেবারেই আমাদের আশানুরূপ হয়নি। নির্বাচন পরবর্তী বিশ্লেষণে আমরা এর দু’টি মূল কারণ খুঁজে বের করতে সক্ষম হয়েছি। প্রথমত, সারাদেশের যে বিজেপি’র প্রতি সমর্থনের জোয়ার উঠেছে তার প্রভাব দিল্লিতেও পড়েছে। দ্বিতীয়ত, ভারতের জনগণ বিশাল এই নির্বাচনটিকে শুধুই মোদী-রাহুলের নির্বাচন হিসেবে দেখেছে এবং সেভাবেই ভোট দিয়েছে।’
উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দল আম আদমি ৪০টি ভোটকেন্দ্রের মধ্যে কেবল পাঞ্জাবের একটিতে জয়ী হতে পেরেছে। আর দিল্লির সাতটি আসনের প্রতিটিই গেছে বিজেপি’র পকেটে।
কেজরিওয়াল বলেন, ‘কারণ যাই থাক আমরা দিল্লির জনগণকে বোঝাতে পারিনি কেন এই বিশাল নির্বাচনের তাদের জন্য আমাদেরকে ভোট দেওয়া এত জরুরি ছিলো। তবে, আমি নিশ্চিত, বিধানসভা নির্বাচনে অসাধারণ সব কাজের জন্য দিল্লির জনগণ আমাদেরকেই নির্বাচিত করবে।’
আপনার মতামত লিখুন :