এইচ এম জামাল: রাঙ্গামাটি জেলায় কয়েকদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়েছে। এতে প্রায় ৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বাসস
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, কয়েকদিনের বৃষ্টিতে হ্রদের বর্তমান পানি পরিমাণের তুলনায় ১ফুট চার ইঞ্চি মিন সি লেভেল (এমএসএল) বৃদ্ধি পেয়েছে। যে কারণে ৮ মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
সূত্র জানায়, সাম্প্রতিককালে বৃষ্টিহীনতার কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ৭১ ফুট এমএসএল-এর নীচে নেমে আসে। এতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ইতিপূর্বে লেকে পানি কমে যাওয়ায় ৫টি জেনারেটরের মধ্যে ৪টি বন্ধ রাখা হয়। গত কিছুদিন শুধুমাত্র ১ নম্বর জেনারেটর থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছিল। তবে গত কয়েকদিন রাঙ্গামাটিতে কাঙ্খিত বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা এক দশমিক শূন্য ৪ ফুট এমএসএল বাড়ায় দেশের বৃহত্তম এই জলবিদ্যুৎ কেন্দ্রে প্রায় ৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রর ব্যবস্থাপক এটিএম আবজ্জুর জাহের এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েকদিন মাঝারি বৃষ্টিপাত হওয়ায় হ্রদের পানি বেড়েছে এবং এ কারণে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।
আপনার মতামত লিখুন :