শিরোনাম
◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা ◈ ৭২ ঘন্টা পর চোখ খুলেছে শিশুটি, এক আসামি গ্রেফতার ◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ◈ ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল ইসলাম ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার ◈ বিমসটেক মহাসচিবকে যে উদ্যোগ নিতে বললেন ড. ইউনূস ◈ উসকানিতে মাঠে নামবে না-ক্ষুব্ধ নেতাকর্মীরা ◈ এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত: সারজিস আলম 

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:২৪ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২০ সালের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর নরকীয় হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারে না দেশটি। সাম্প্রতিককালে কিছু ম্যাচ আয়োজন করলেও টেস্ট খেলুড়ে দলগুলো মন জয় করতে পারেনি পাকিস্তান। যদিও আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে ব্যর্থ তার মাঝেই এক বিস্ময়কর খবর দিলো দেশটির ক্রিকেট বোর্ড। ২০২০ সালে এশিয়া কাপের আসর আয়োজন করবে তারা।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সর্বশেষ সভায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের বোর্ড প্রতিনিধিদের উপস্থিতি ও সম্মতিতে এশিয়া কাপের ১৫তম আসর আয়জনের ভার দেওয়া হয়েছে পাকিস্তানকে।

যদিও পাকিস্তানে এশিয়া কাপ আয়োজিত হলে সেখানে ভারত অংশ নেবে কি না সেটি বড় এক প্রশ্ন। অন্য দলগুলো রাজি হলেও রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে আয়োজিত কোনো ক্রীড়া আসরে ভারতের যোগ না দেওয়ার সম্ভাবনাই বেশি।

২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। তার ঠিক মাসখানেক আগে অর্থাৎ সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করার কথা রয়েছে। এশিয়া কাপের গত আসর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হলেও আগামী আসরে ফরম্যাট থাকবে টি-টোয়েন্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়