শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইলাতুল কদরের আগে খালেদা জিয়ার সাক্ষাৎ চান স্বজনরা

শাহানুজ্জামান টিটু : লাইলাতুল কদরের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমিত চেয়ে কারাকর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তার স্বজনরা। এখনো অনুমতি মেলেনি। তিনি ভালো নেই। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানালেন তার ব্যক্তিগত সহকারি আবদুস সাত্তার। তিনি বলেন, দুই তিন দিন আগে সাক্ষাৎতের জন্য তার স্বজনরা কারাকর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

সূত্র জানায়, ঈদের আগে স্বজনরা তার জন্য নতুন পোষাক নিয়ে ও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে যাবেন। যদিও গত বছরের কোরবানির ঈদে খালেদা জিয়া নতুন কোনো পোষাক বা শাড়ি পরেননি। বেগুনি সাদা অর্কিডের একটি ফুলের তোড়া দিয়ে খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানান স্বজনরা। খালেদা জিয়া বোন, ভাবি ও স্বজনদের বুকে জড়িয়ে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

চতুর্থবারের মতো কারাবন্দী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়য় হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে ঈদ কাটবেন খালেদা জিয়া। এখনো পর্যন্ত এমনটাই নিশ্চিত। ২০১৮ সালের ৮ ফেয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারেই আছেন। গত বছর কোরবানির ঈদ করেছিলেন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে। ওই ঈদে তার পরিবারের ২০ সদস্যের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন তিনি।

গত ঈদের অভিজ্ঞতার কথা জানালেন খালেদা জিয়ার একজন স্বজন। তিনি বলেন, কারাগারে প্রবেশের পর স্বজনেরা খালেদা জিয়াকে দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনিও আবেগ ধরে রাখতে পারেননি। তার স্বাস্থ্যের ভগ্নদশা দেখে সবাই কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঈদের দিন তিনি নতুন শাড়ি পরেননি। স্বজনেরা যে যার মতো খালেদা জিয়ার পছন্দের খাবার রান্না করে নিয়ে গিয়েছিলেন। সেই খাবার সবাই একত্রে খেয়েছেন। তবে খালেদা জিয়া খেয়েছিলেন সামান্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়