শিরোনাম

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মত শুধু নারী ক্রুরা এমআই-১৭ হেলিকপ্টারটির সফল উড্ডয়ন করেছে

শাহনাজ বেগম : ভারতে প্রথমবারের মত সোমবার এমআই-১৭ হেলিকপ্টার নিয়ে নারী পাইলটরা উড্ডয়ন করেছে বলে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) নিশ্চিত করেছে। হিন্দুস্তান টাইমস

ফ্লাইট লেফটেন্যান্ট পারুল ভরদ্বজো (ক্যাপটেন) নেতৃত্বে ফ্লাইং অফিসার আমান নিধি (সহ-পাইলট) এবং ফ্লাইট লেফটেন্যান্ট হিনা জাইসওয়াল (ফ্লাইট ইঞ্জিনিয়ার)সহ ক্রুরা ইনোকুলেশন ট্রেনিং মিশনের জন্য এমআই-১৭ হেলিকপ্টারটির সফল উড্ডয়ন করে।

পাঞ্জাবের মুকারিয়ানের অধিবাসী ফ্লাইট লেফটেন্যান্ট ভরদ্বাজ প্রথম নারী পাইলট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়