ফাতেমা ইসলাম : রাজধানীর আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা ভর্তি আড়াই মণেরও অধিক ধাতব মুদ্রা উদ্ধার করেছে ডিএমপির ট্র্যাফিক উত্তর বিভাগ। আরটিভি
সোমবার (২৭ মে) দুপুরের দিকে ট্র্যাফিক উত্তর বিভাগের টিআই খন্দকার ইফতেখার হোসেনকে জনৈক ব্যক্তি আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পিছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা পড়ে থাকার কথা জানান। তখন টিআই ইফতেখার সার্জেন্ট এমএম খুরশিদ আলম ও সঙ্গীয় ফোর্সসহ বস্তা তিনটি উদ্ধার করে আব্দুল্লাহপুরে ট্র্যাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন। বস্তার মধ্যে ধাতব মুদ্রা দেখে উত্তরা পশ্চিম থানাকে খবর দেন।
পরবর্তী সময়ে উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় বস্তা তিনটি মুখ খুলে বিপুল পরিমাণ ধাতব মুদ্রা পাওয়া যায়। মুদ্রাগুলোর ওজন দুই মণ সাড়ে আটাশ কেজি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) কাজী আবুল কালাম বলেন, উদ্ধারকৃত কয়েনে মোট টাকার পরিমাণ ২৪ হাজার ৭২৫ টাকা। এরমধ্যে ৫ টাকার কয়েন ১২ পিস, ২ টাকার ৮ হাজার ২০০ পিস, ১ টাকার ৮ হাজার ১৫০ পিস, ৫০ পয়সার ২০০ পিস ও ২৫ পয়সার ৬০ পিস। সম্পাদনা : কায়কোবাদ মিলন
আপনার মতামত লিখুন :