শিরোনাম
◈ ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, বিএনপির শোভাযাত্রায় ‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’ ◈ অন্তর্বর্তী সরকার 'এনজিও শাসিত' নয়, প্রমাণ দিলেন প্রেসসচিব ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর ◈ চীন গেলেন  বিমান বাহিনী প্রধান  ◈ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ আয়কর রিটার্ন  দাখিল বাধ্যতামূলক যাদের জন্য ◈ বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে বাজে আউটফিল্ড, শাস্তি পেলো ভারতের মাঠ ◈ মিরাজের দাবি, পিচের কারণে প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ ◈ নিজেদের মাঠে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারলো অস্ট্রেলিয়া ◈ পিনাকী ভট্টাচার্যের সঙ্গে প্যারিসে উপদেষ্টা আসিফ

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:১৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট রাজধানীর ফুটপাতের ঈদ বাজার

এইচ এম জামাল: জমে উঠেছে রাজধানীর ফুটপাতের বাজার। তীব্র গরমেও ক্রেতাদের আকর্ষণ করতে ‘বাইচ্ছালন, দেইক্কালন’, ‘একশ’ ‘তিরিশ’ নানান কথায় পোশাক বিক্রেতারা অনর্গল ডেকে চলেছেন। ক্রেতা আর বিক্রেতার ভিড়ে জমজমাট ঢাকার ফুটপাতের ঈদ বাজার। এনটিভি

ঈদুল ফিতরের এখনো প্রায় ১০ দিন বাকি থাকতেই পছন্দের পোশাক কিনতে ফুটপাতের অস্থায়ী বাজারে ছুটে যাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। সাধ ও সাধ্যের মিশেলে রাঙিয়ে তুলতে চেষ্টা করছেন তারা। এতে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে বসা দোকাগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকছে ভিড়। রোদে পুড়ে, ঘামে ভিজে থেমে নেই মানুষের ঈদের কেনাকাটা। শুধু নিম্ন আয়ের মানুষেরাই নন, বিত্তবানরাও নিজেদের দরকারি সংগ্রহের জন্য বেছে নিচ্ছেন ফুটপাতের বাজার।

দোকানদারদের দাবি, ফুটপাতে পোশাকের দাম কম হলেও মান খারাপ নয়; বরং দোকান ভাড়া লাগে না বা কম লাগে বলেই অভিজাত দোকানে বিক্রি হওয়া পোশাকের সমমানের পণ্য কমমূল্যে ফুটপাতে পাওয়া যায়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভাসমান এসব দোকানের মালিকরা কেউ দড়ির ওপর, কেউ বা ফ্লাস্টিকের হ্যাঙ্গারে, আবার কেউ চৌকিতে বাহারি রং আর ডিজাইনের পোশাক সাজিয়ে রেখেছেন।

সাইজ ও কোয়ালিটিভেদে এসব দোকানে শিশুদের পোশাক মিলছে ৩০ থেকে ৩০০ টাকায়। আবার অনেকে ১৫০ টাকার প্যাকেজেও বিক্রি করছেন বাচ্চাদের পোশাক। অন্যদিকে পুরুষদের জন্য রয়েছে স্বল্পমূল্যে শার্ট, প্যান্ট, পাজামা-পাঞ্জাবি, টুপি, টি-শার্টসহ নানা জিনিস। এ ছাড়া মেয়েদের জন্য আছে ফ্রক, লেহেঙ্গা, ডিভাইডার, টপস থেকে শুরু করে হালফ্যাশনের জুতা, সালোয়ার-কামিজ, কসমেটিকসসহ দরকারি সবকিছুই।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, জিরোপয়েন্ট, গোলাপশাহ মাজার মোড়, বায়তুল মোকাররম, মতিঝিল, নিউমার্কেট, ফার্মগেট, মালিবাগ, শান্তিনগরসহ বিভিন্ন এলাকার ফুটপাতে ক্রেতাদের ভিড়ে এখন মিনি ঈদ মার্কেটে রূপ নিয়েছে। স্বল্প আয়ের মানুষ ঘুরে ঘুরে যাচাই-বাছাই করে কিনছেন পছন্দের পোশাক। একেবারে শেষ মুহূর্তের ঝক্কিঝামেলা এড়াতেই এত ভিড় এসব ফুটপাতে। গাউছিয়া ও নিউমার্কেটের ফুটপাত ঘুরে দেখা যায়, এগুলোতে বসেছে জিন্স প্যান্ট, টি-শার্ট, মেয়েদের পাজামা, স্যান্ডেলসহ প্রয়োজনীয় নানান পোশাকের বিশাল বাজার।

সব বয়সের মেয়েদের কাছে ফুটপাতের এসব বাজারের স্যান্ডেলের ব্যাপক চাহিদা। বাহারি হরেক রকমের স্যান্ডেল এগুলোতে পাওয়া যায় ১৫০ থেকে ৬০০ টাকা মূল্যে। তবে সুযোগ বুঝে কিছু দোকানি দাম বেশি রাখছেন বলেও অভিযোগ অনেক ক্রেতার।

তবে ফুটপাতে বসতে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন অনেক দোকানি। বঙ্গবন্ধু এভিনিউ ফুটপাতে দোকান সাজিয়ে বসা মুনির হোসেন নামের এক বিক্রেতা বলেন, ‘সারা বছর পুলিশের কারণে বসতে সমস্যা হয়। আমরা গরিব মানুষ পুরা রোজার মাসে তেমন বসতে পারি নাই। এখন ঈদের সময়ও যদি বসতে না পারি, তাইলে পালোপাইন নিয়া খামু কী? কয়েকদিন আগেও বেচা-বিক্রি ছিল কম। এখন কিছুটা বাড়ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়