শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনপ্রিয় তিন মুখ সিয়াম, পূজা ও তাসকিন অভিনীত ছবি ‘শান’-এর শুটিং শুরু হলো

আবু সুফিয়ান রতন : জনপ্রিয় তিন মুখ সিয়াম, পূজা ও তাসকিন অভিনীত ছবি ‘শান’-এর শুটিং শুরু হলো আজ (রবিবার) থেকে। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে সকাল থেকে শুটিং চলছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবির পরিচালক এম এ রাহিম।

নির্মাতা জানান, প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন সিয়াম, পূজা, তাসকিন তিনজনই। আরও আছেন চম্পা ও অরুণা বিশ্বাস। পরিচালক এম রাহিম বলেন, ৩ জুন পর্যন্ত ঢাকায় শুটিং করবো। ঈদের পরেই শুটিংয়ে যাবো ঢাকার বাইরে।
এম এ রাহিমের এটিই প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে তার কাজের অভিজ্ঞতা।

শান নিয়ে নির্মাতা রাহিম জানান, পুরোপুরি অ্যাকশন-থ্রিলার ধর্মী ছবি এটি। শুটিং শুরুর আগে প্রচুর স্টাডি করেছেন। প্রস্তুতিও নিতে হয়েছে নানাভাবে। বললেন, প্রি-প্রডাকশনে কাজ গোছাতে সময় লেগেছে। চিত্রনাট্যে একাধিকবার ঘষামাজা করতে হয়েছে। নইলে মে’র প্রথম দিকেই কাজ শুরু করতাম।

`শান’ ছবিতে চিত্রনায়ক সিয়াম আহমেদ নাম ভূমিকায় অভিনয় করবেন। চুক্তিবদ্ধ হয়ে ‘শান’ নিয়ে চ্যানেল আই অনলাইনকে সিয়াম জানিয়েছিলেন: এ বছর ‘শান’ দিয়েই তিনি প্রথম কাজ শুরু করতে যাচ্ছেন। যেখানে একটি বাহিনীর কর্মকর্তা হিসেবে তাকে দেখা যাবে। প্রচুর মারপিট আছে।

এ জন্য নিজেকে প্রস্তুত করতে সিয়ামের অনেক ঘাম ঝরাতে হয়েছে। পুলিশের একাধিক ট্রেনিং শিখতে হয়েছে। এমনকি গোঁফ রাখতে হয়েছে। সিয়ামের আশা। পোড়ামন ২, দহন, ফাগুন হাওয়ায় ছবির পর তিনি শানের মাধ্যমে নতুন মোড়কে হাজির হতে পারবেন।

তাসনিক রহমান নিজেও ‘শান’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। বললেন: চরিত্র নিয়ে এখনই কিছু বলা বারণ। তবে এটি যেহেতু মারপিটের ছবি, তাই সেই প্রস্তুটিই আগে নিচ্ছি। জিমে সময় দিচ্ছি, মারপিট শিখছি। দু-এক ঘণ্টা অনুশীলনে এগুলো ক্যামেরার সামনে ফুটিয়ে তোলা সম্ভব না। সেজন্য লম্বা সময় নিয়েছি। দুমাস ধরে শরীর কনট্রোলে এনেছি।
মুক্তির সময় ‘শান’ পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। এ ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়