আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের ভবনে শুক্রবার দুপুরে তল্লাশি চালিয়ে বিদেশী পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বিদেশী পিস্তলটি ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারের বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাজিতপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম একটি হত্যা মামলার প্রধান আসামি। তিনি প্রায় ১৫ দিন ধরে পলাতক রয়েছেন। ইউপি ভবনে তার ব্যবহৃত একটি কক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র মজুদ রাখা আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ইউপি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙ্গে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশী পিস্তল, হকিস্টিক, শাবল উদ্ধার করা হয়। অভিযান চালাকালীন সময় ওই ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বাজিতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া বেপারী বলেন, ‘চেয়ারম্যান ইউপি ভবনের দ্বিতীয় তলার তিনটি কক্ষ তার ব্যক্তিগত কাজে ব্যবহার করতো। এই কক্ষগুলোতে আমাদের কাউতে ঢুকতে দিত না। এখানে তিনি তার লোকজন নিয়ে বিভিন্ন সময় একক আলোচনা করতো। আমরা কিছু জানতে চাইলে সে কিছু জানাতো না।’
জানতে চাইলে রাজৈর থাকার উপ-পরিদর্শক (এসআই) মো. জসীমউদ্দিন বলেন, ‘গত ৯ মে বাজিতপুর এলাকায় ব্যবসায়ী সোহেল হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পরে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের নামে একটি হত্যা মামলা করা হয়। এ ঘটনায় সোহেল খান নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে আদালতের কাছে চেয়ারম্যান জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর থেকে প্রধান আসামিকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। গত ২০ মে চেয়ারম্যানের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এরপর আবার তার পরিষদে অস্ত্র মজুদ রাখা আছে খবর পেয়ে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করি।’
আপনার মতামত লিখুন :