আব্দুর রাজ্জাক : সুদানের সামরিক কাউন্সিলের উপপ্রধান জেনারেল হামদান দাগাল সৌদ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করেন। জেদ্দায় উভয় নেতার বৈঠকে পরস্পর সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে শুক্রবার সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়। রয়টার্স, মিডল ইস্ট মনিটর
সুদানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় যখন সামরিক কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে তখনই জেনারেল হামদানের রিয়াদ সফরের খবর এলো।
এদিকে সুদানে চলমান সামরিক কাউন্সিল বিরোধী আন্দোলনে নতুন মোড় নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে। কর্মস্থল ত্যাগ করে ব্যাংক কর্মর্তারা দেশব্যাপী আন্দোলনে শরিক হয়েছেন। তারা শিগগিরই সামরিক কাউন্সিল বাতিল করে একটি গণতান্ত্রিক নির্বাচন দেয়ার দাবি করছেন।
সুদানের আন্দোলন নিয়ে বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করে জর্ডান ভিত্তিক গণমাধ্যম আল-ঘাদ। তাতে দেখা যায়, ব্যাংক কর্মকর্তারা আন্দোলনকারীদের সমর্থনে আলাদা বিক্ষোভের আয়োজন করছেন। শিগগিরই একটি নির্বাচন দেয়া ও বেসামরিক সরকার গঠন সংক্রান্ত দাবি মেনে না নিলে ধর্মঘট আহ্বান করা এমনকি সরকারের অবাধ্য হওয়ারও হুমকি দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :