শিরোনাম
◈ দেশবাসীর প্রতি মাওলানা মিজানুর রহমান আজহারির আহ্বান ◈ অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতায় তিন মাস ◈ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নানা মন্তব্য ◈ অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না : তারেক রহমান ◈ ‘আসিফ নজরুলের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের আচরণ দেশের আত্মমর্যাদার ওপর আঘাত’ : তারেক রহমানের বিবৃতি ◈ কী হয়েছিল জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে? ভিডিও ◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন?

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:৫৮ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৭টি গুপ্তচরবৃত্তির অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের মামলা চলমান থাকাবস্থায়ই বৃহস্পতিবার তার বিরুদ্ধে এ অভিযোগগুলো দায়ের করলো মার্কিন বিচার মন্ত্রণালয়। ইতোমধ্যেই অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা বিশেষজ্ঞ চেলসি ম্যানিংয়ের সঙ্গে ষড়যন্ত্র করে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনের নেটওয়ার্কে প্রবেশ করার অভিযোগে বিচার চলমান রয়েছে। বিবিসি, ইয়ন, সিএনএন, রয়টার্স

বৃহস্পতিবার ভার্জিনিয়ার একটি জেলা আদালতে মোট ১৮টি অভিযোগে অভিযোগপত্র জমা দেয় মার্কিন বিচার মন্ত্রণালয়। এতে অ্যাসাঞ্জ ২০১০ সালে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ও কূটনৈতিক গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন বলে অভিযোগ করা হয়। তিনি এই তথ্যগুলো হাতিয়ে নিতে কর্মকর্তাদের অব্যাহতভাবে উৎসাহ যুগিয়েছেন এবং উইকিলিকসের কাছে গোপন তথ্য সরবরাহে উদ্বুদ্ধ করেছেন বলে দাবি করা হয়।

মার্কিন বিচার বিভাগ জানায়, গোপন তথ্য ও উৎসগুলো ফাঁস করে অ্যাসাঞ্জ আফগানিস্তান ও ইরাকের অনেক সাংবাদিক, ধর্মীয় নেতা ও অধিকারকর্মীসহ বহু তথ্যদাতাকেও বিপদে ফেলেন। তথ্যদাতাদের পরিচয় প্রকাশ না করতে অ্যাসাঞ্জের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি অগ্রাহ্য করেন।

ব্রিটিশ জেলে থাকা অ্যাসাঞ্জের ওপর থেকে ইকুয়েডর দূতাবাস সমর্থন প্রত্যাহার করায় গত ১১ এপ্রিল তাকে আটক করা হয়। এবং জামিনের শর্ত ভঙ্গ করার অভিযোগে তাকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়