শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ এএফসি কাপের ড্র অনুষ্ঠানে ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য দেখাচ্ছে বেশ আগে থেকেই। এমনকি আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়নও হয়েছে বাংলাদেশের মেয়েরা। যার ফলে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে। এখন অপেক্ষাটা সেপ্টেম্বরে থাইল্যান্ড পর্বের। আগামীকাল বৃহস্পতিবার এএফসি কাপের চূড়ান্ত পর্বে কে কার প্রতিপক্ষ হচ্ছে সেটা নির্ধারণ হয়ে যাবে।

থাইল্যান্ডের চনবুড়ির ওয়াকার্ড হোটেলে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দু’টায় ড্র অনুষ্ঠানটি শুরু হবে। যেখানে বাংলাদেশ ও প্রথমবারের মতো এএফসির চূড়ান্ত পর্বে পা রাখা ভিয়েতনাম থাকছে পট চারে। আয়োজক থাইল্যান্ড ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন দল উত্তর কোরিয়া থাকছে পট একে। দক্ষিণ কোরিয়া ও জাপান পট দুইয়ে। চাইনা ও অস্ট্রেলিয়া পট তিনে।

এর আগেও ২০১৭ সালেও এএফসির চূড়ান্ত পর্ব বসেছিল থাইল্যান্ডে। যা ছিল বিশ্বকাপের এশিয়া অঞ্চলেরও চূড়ান্ত বাছাই। চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় জাপান উঠেছিল উরুগুয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে। ওই আসরে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রথম ম্যাচে ৯-০ গোলে হেরেছিল উত্তর কোরিয়ার কাছে। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে লাল-সবুজ জার্সিধারীরা হেরেছিল ৩-০ গোলে। তবে বাংলাদেশের মেয়েরা চমক দেখিয়েছিল শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তীব্র লড়াই করে হেরেছিল ৩-২ গোলে।

এবারও ২০২০ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্ব। এখান থেকে দুটি দল বিশ্বকাপে পা রাখবে। এর আগে মারিয়া-মনিকারা নিজেদের ঝালিয়ে নেয়ায় ব্যস্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়