সালেহ্ বিপ্লব : কবি হেলাল হাফিজ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার সারাদিন তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সন্ধ্যা থেকে তাকে ওষুধ দেয়া শুরু করেছেন চিকিৎসকরা।
কদিন ধরেই কবি খেতে পারছিলেন না, ডায়াবেটিসও ছিলো নিয়ন্ত্রণের বাইরে। আর চোখের সমস্যা তো পুরানো। শরীর খুব বেশি দুর্বল হয়ে পড়লে গত মঙ্গলবার রাতে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার মঞ্জুর রহমান গালিবের অধীনে এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শামীম আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
জানা গেছে, কবির খেতে না পারার সমস্যা আস্তে আস্তে কাটছে। তবে শরীর খুব দুর্বল হওয়ায় সব ওষুধ একসঙ্গে দেয়া যাচ্ছে না। এই সমস্যাও ধীরে ধীরে কমে আসবে বলে ডাক্তাররা আশা করছেন। কবির কিছুটা শ্বাসকষ্টও আছে। আজ একজন চেস্ট স্পেশালিস্ট তাকে পরীক্ষা করবেন।
গতরাতে কবিকে দেখতে গিয়েছিলেন হাসান হাফিজ ও মাহমুদ হাফিজ। প্রখ্যাত সাংবাদিক ও কবি মাহমুদ হাফিজ ফেসবুকে লিখেছেন, ‘তিনভাইয়ের একজন অসুস্থ হয়ে হাসপাতালে। তিনি হেলাল হাফিজ । চিকিৎসার খবরাখবর তত্ত্বাবধানে বাকি দুই ভাই-হাসান হাফিজ ও মাহমুদ হাফিজ। হাসপাতালের বিছানায় বসে অসুস্থ ভাই বললেন, এখন ভাল আছি, তোমরা ভালো থেকো ।’
আপনার মতামত লিখুন :