শিরোনাম
◈ প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে ইমরুলের বিদায়, জানিয়ে গেলেন সরে দাঁড়ানোর বোধশক্তি কথা ◈ সমন্বয়ক হাসনাতকে নিয়ে শিল্পী মাকসুদের পোস্ট, ব্যাপক সমালোচনা ◈ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দুগ্রুপের সংর্ঘষ, আহত ৪০ ◈ আওয়ামী লীগ নেতাদের পক্ষে যে কারণে শুনানি করলেন না অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ◈ ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা ◈ রিপাবলিক বাংলার কনটেন্ট নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে রিট ◈ ব্যাংকের টাকা গেলো কোথায়? তাদের টার্গেট ছিলো আমাকে হত্যা করা : শেখ হাসিনার নতুন অডিও কল রেকর্ড ◈ পুলিশ ভেরিফিকেশনে 'রাজনৈতিক পরিচয়' তুলে দেওয়ার সুপারিশ ◈ ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে দুহাত তুলে দোয়া চাইলেন পলক (ভিডিও) ◈ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের রাজনীতিকরণ

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি বললেন, ভালো আছি, ভালো থেকো

সালেহ্ বিপ্লব : কবি হেলাল হাফিজ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার সারাদিন তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সন্ধ্যা থেকে তাকে ওষুধ দেয়া শুরু করেছেন চিকিৎসকরা।

কদিন ধরেই কবি খেতে পারছিলেন না, ডায়াবেটিসও ছিলো নিয়ন্ত্রণের বাইরে। আর চোখের সমস্যা তো পুরানো। শরীর খুব বেশি দুর্বল হয়ে পড়লে গত মঙ্গলবার রাতে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার মঞ্জুর রহমান গালিবের অধীনে এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শামীম আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

জানা গেছে, কবির খেতে না পারার সমস্যা আস্তে আস্তে কাটছে। তবে শরীর খুব দুর্বল হওয়ায় সব ওষুধ একসঙ্গে দেয়া যাচ্ছে না। এই সমস্যাও ধীরে ধীরে কমে আসবে বলে ডাক্তাররা আশা করছেন। কবির কিছুটা শ্বাসকষ্টও আছে। আজ একজন চেস্ট স্পেশালিস্ট তাকে পরীক্ষা করবেন।

গতরাতে কবিকে দেখতে গিয়েছিলেন  হাসান হাফিজ ও মাহমুদ হাফিজ। প্রখ্যাত সাংবাদিক ও কবি মাহমুদ হাফিজ ফেসবুকে লিখেছেন, ‘তিনভাইয়ের একজন অসুস্থ হয়ে হাসপাতালে। তিনি হেলাল হাফিজ । চিকিৎসার খবরাখবর তত্ত্বাবধানে বাকি দুই ভাই-হাসান হাফিজ ও মাহমুদ হাফিজ। হাসপাতালের বিছানায় বসে অসুস্থ ভাই বললেন, এখন ভাল আছি, তোমরা ভালো থেকো ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়