আব্দুর রাজ্জাক : আরব আমিরাত মঙ্গলবার জানায়, ধনীদের আকৃষ্ট করতে বিদেশিদের স্থায়ী বসবাসের সুযোগ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। তেল সমৃদ্ধ এই দেশটিতে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীরাও স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে বলেও জানানো হয়। সৌদি আরবও উদ্যোক্তা, বিনিয়োগকারী ও দক্ষ প্রবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ দিতে ‘গ্রিন কার্ড’ সেবা চালু করতে যাচ্ছে। ইয়ন, ইকোনোমিক টাইমস
বিনিয়োগকারীসহ ইঞ্জিনিয়ার, চিকিৎসক, বিজ্ঞানী ও শিল্পীদের মধ্যে যারা উচ্চ মেধা সম্পদের অধিকারী তাদের জন্য ‘গোল্ডেন কার্ড’ এর ব্যবস্থা করেছে আরব আমিরাত।
দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল-মাখতুম বলেন, ‘আমরা চাই এই মেধাসম্পদ ও বিনিয়োগকারীরা আমিরাতের উন্নয়নে স্থায়ী অংশিদার হোক। কারণ, তারা এই দেশের অপরিহার্য অংশ। প্রথম দফায় যারা আমিরাতে ২ হাজার ৭শ কোটি ডলার বিনিয়োগ করেছেন ৭০ দেশের এমন ৬ হাজার ৮ জনকে স্থায়ী বসবাসের ভিসা দেয়া হচ্ছে।
উপসাগরীয় এলাকায় আরব আমিরাতই এই প্রথম এমন একটি ব্যবস্থা নিলো। এর আগে আমিরাতে অবস্থান করতে প্রবাসীদের ‘কাফালা’ নামে বিশেষ ভিসা সংগ্রহ করতে হতো যা দেশটিতে সীমিত সময় অবস্থানে অনুমোদন করা হতো। দ্রুত গতিতে উন্নত হওয়া আমিরাত দ্বিতীয় ধনী আরব দেশ। যেখানে প্রায় ১ কোটি জনসংখ্যার ৯০ ভাগই বিদেশি।
আপনার মতামত লিখুন :