বিনোদন ডেস্ক : আবারও চমক নিয়ে হাজির হচ্ছেন একতা কাপুর। ছোটপর্দার জগৎ অপেক্ষা করছে একতা-ম্যাজিকের জন্য। এবার কিন্তু জোড়া ম্যাজিক নিয়ে হাজির হচ্ছেন তিনি।
জানা যায়, কালারস চ্যানেলে আসতে চলেছে নতুন দুই ধারাবাহিক— ‘বেপনহা পেয়ার’ ও ‘কবচ— মহাশিবরাত্রি’। আর এই দুটি ধারাবাহিকই ‘টেলিভিশন কুইন’ একতা কাপুরের প্রোডাকশনের।
এই দুই সোপ অপেরা নিয়ে জিতেন্দ্র কন্যা বলেন, ‘বেপনহা পেয়ার একটা রোম্যান্টিক থ্রিলার গোত্রের ধারাবাহিক। প্রতিটি পর্বেই থাকবে টুইস্ট। গল্পে পরিবর্তন হতে থাকবে। যার জন্য দর্শক আলাদা আকর্ষণ অনুভব করবেন। অন্যদিকে, কবচ— মহাশিবরাত্রি মূলত প্রেমের গল্প হলেও এর মূল আধার অতিপ্রাকৃত ঘটনা।’
এর আগে ‘কবচ’ ধারাবাহিকটির টিআরপি রীতিমতো আকাশছোঁয়া ছিলো। নতুন ‘কবচ’টি এর সিক্যুয়েল। এবার এর সঙ্গে যুক্ত করা হয়েছে মহাশিবরাত্রিকে। তবে, একতার কথায়, ‘এই ধারাবাহিকটি ধর্মীয় কম, অনেক বেশি সুপার ন্যাচারাল।’ প্রথম সিজনের সাফল্যের পর সিক্যুয়াল নিয়ে কতটা আশাবাদী তিনি? তার জবাব,‘এর থেকে আমার কোনো এক্সপেক্টেশন নেই। কারণ, আমি আমার কোনো প্রজেক্ট নিয়েই কোনো উচ্চাশা রাখি না। একটা লক্ষ্য থাকে, সৎভাবে কাজ করে যাও। আমি বা আমার টিম পরিশ্রম করা থেকে পিছপা হই না। এটুকু বলতে পারি, কোনো শো ভালো চললে ভালো লাগে। দর্শকের পছন্দ না হলে খারাপ লাগে। আগে থেকে কোনো কাল্পনিক আশা করে বসে থাকি না।’
অতিপ্রাকৃত বিষয়বস্তু গুরুত্ব দিয়ে সম্প্রচার করা মানে তো এককথায় কুসংস্কারের প্রচার করা। যদিও বিষয়টিকে এভাবে দেখতে নারাজ হিন্দি টেলিভিশনের একচ্ছত্র সম্রাজ্ঞী। তার বক্তব্য, ‘ধারাবাহিকের কনটেন্টগুলো তো বিনোদনের জন্য তৈরি। একে মানুষ মনেপ্রাণে বিশ্বাস করবেন কেন? তারা তো জানেন এটা এন্টারটেইনমেন্টের জন্য একটা ফিকশন। আমি এর ব্যক্তিগত দায়িত্ব কেন নেব? ধরুন, কোনো একজন লোক বাজার থেকে একটা বন্দুক নিয়ে কাউকে গুলি করে দিল। এর দোষটা কি ওই বন্দুকটার ওপর বর্তাবে? বন্দুকের ব্যবহার তো আসলে পুলিশ, মিলিটারির জন্য।’
সিরিয়াল, ওয়েব সিরিজ এত কিছু কীভাবে সামলান? বললেন, ‘আমি তো সব একা করি না, আমার টিম রয়েছে। আমার টিম দারুণ। আর আমি কাজ করতে ভালোবাসি। খুব ছোট থেকে তো টেলিভিশনে কাজ করছি। তাই আমার তেমন কোনো হবি নেই। ছুটি থাকলে ভাবি, কী যে করব! অবশ্য, মাস তিনেক হল আমি মা (সিঙ্গল মাদার) হয়েছি। তাই বাচ্চার সঙ্গে সময় কাটে।’
একতা কাপুর সারা দেশকে এন্টারটেইন করান। ফাঁকা সময়ে তার নিজের বিনোদনের উপাদান কী? জানালেন, তার পার্টিতে যাওয়ার অত শখ নেই। তাই ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া করে আর ছবি দেখে মজা করেন। কমেডি ছবি দেখতে ভালোবাসেন তিনি। তবে, বাবা অর্থাৎ জিতেন্দ্র অভিনীত ছবিগুলোর মধ্যে তার সবচেয়ে পছন্দের ‘পরিচয়’।
আপনার মতামত লিখুন :