মোহাম্মদ মাসুদ : আইফেল টাওয়ারের উচ্চতা নিয়ে যেমন মানুষের বিস্ময়ের শেষ নেই তেমনি তাতে চড়ার স্বপ্নও কমবেশি সবাই বোধহয় লালন করেন মনে। কিন্তু প্যারিসের এই গর্বকে ছুঁয়ে দেখার স্পর্ধা আজ পর্যন্তও কারোর হয়নি। এনডিটিভি বংলা
সূত্রের খবর, গতকাল দুপুর ব্যতিক্রম এই ঘটনাটি ঘটে। এক অচেনা ব্যক্তি সবার চোখ এড়িয়ে টাওয়ারের উপরে উঠে যান। অনেকটা ওপরে ওঠার পরে সবার নজরে আসে ব্যাপারটি। স্থানীয় প্রশাসনকে এরপরেই বিষয়টি জানানো হয়।
আপনার মতামত লিখুন :