শিরোনাম
◈ আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা ◈ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায়, এর সুবিধা-অসুবিধা কী? ◈ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন ◈ বিশ্বকাপ বাছাই, ৭ রানে অলআউট আইভরি কোস্ট, জিতলো নাইজেরিয়া ◈ ফলো অন এড়ালেও ৯ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশের ◈ পাকিস্তানের সম্মতি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে, পিসিবি পাবে ক্ষতিপূরণ ◈ যখন বিদেশি ক্রিকেটাররা আমার প্রশংসা করে তখন খুবই ভালো লাগে: মারুফা আক্তার ◈ জাবি অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আটক ◈ আমিরাতে ইসরাইলি নাগরিক খুনের ঘটনায় তিনজন গ্রেফতার ◈ খালেদা জিয়াকে নিয়ে অধ্যাপকের লেখা শেয়ার করলেন আইন উপদেষ্টা, কী আছে তাতে?

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৫:৪৮ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর অনুকরনে বিজেপি প্রার্থির বাড়িতেই ধ্যান, নেটে ঝড়

শেখ নাঈমা জাবীন : ভারতের লোকসভা নির্বাচনের প্রচার শেষ হতেই কেদারনাথ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গুহায় গেরুয়া চাদর গায়ে তাঁর ধ্যানমগ্ন ছবি প্রকাশ্যে এসেছিলো। সেই ছবি নিয়ে বিস্তর জল্পনাও হয়েছিলো। নেটিজেনদের একটা অংশের হাসির খোরাক হয়ে উঠেছিলো সেই ছবি। এ বার খানিকটা সেই কায়দায় ছবি তুলে জল্পনা উসকে দিলেন বিদায়ী তৃণমূল সাংসদ তথা এ বারের যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। গেরুয়া চাদর গায়ে ধ্যানমগ্ন অবস্থায় ছবি তুলেছেন তিনি। আর সেই ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেন অনুপম। এতেই আবারও সমালোচনার মুখে তিনি। এনডিটিভি

বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের পর গোটা পশ্চিমবঙ্গে তোলপাড় শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে যখন বিজেপি-তৃণমূল একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত, তখন ১৫০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে এক পেশাদার বহুরূপীকে বিদ্যাসাগর সাজিয়ে প্রচারে বের হন অনুপম। সেই খবর রাতারাতি ভাইরাল হয়ে যায়। ঘটনার জেরে বিতর্কের মুখ পড়েন তিনি। এবার মোদিকে অনুকরণ করে আবারও সংবাদের শিরোনামে অনুপম। সোমবার রাতে গেরুয়া পোশাকে নিজস্ব ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অনুপম। সেখানে তিনি লিখেছিলেন ‘ওম শান্তি..’ সেখানেই তিনি জানান, তাঁর এই উদ্যোগ মোদীকে শ্রদ্ধা জানাতেই।

এই ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তেই নানা মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। কেউ বলছেন, ‘এ বার হাসতে বাধ্য করছেন, এটা না করলেই হতো।’ আবার কারও মন্তব্য, ‘এটা শুধু মোদীকেই মানায়। মোদী হওয়ার চেষ্টা করবেন না।’ কেউ লিখেছেন, ‘মোদী কেদারনাথে ধ্যান করেছিলেন। মিডিয়া তাঁর ছবি তুলেছিলো। আর আপনি ঘরে নিজেই নিজের ধ্যান করার ছবি তুললেন।’ একজন বলেছেন, ‘ধ্যান করা তো নিজের মনের শান্তির জন্য। এই সময় ছবি তোলার কি খুব দরকার?’ তবে কেউ আবার তাঁর পাশেও থেকেছেন। আবার কেউ একধাপ এগিয়ে বলেছেন, ‘মোদিজি ইন মেকিং।’ সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়