শেখ নাঈমা জাবীন : ভারতের লোকসভা নির্বাচনের প্রচার শেষ হতেই কেদারনাথ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গুহায় গেরুয়া চাদর গায়ে তাঁর ধ্যানমগ্ন ছবি প্রকাশ্যে এসেছিলো। সেই ছবি নিয়ে বিস্তর জল্পনাও হয়েছিলো। নেটিজেনদের একটা অংশের হাসির খোরাক হয়ে উঠেছিলো সেই ছবি। এ বার খানিকটা সেই কায়দায় ছবি তুলে জল্পনা উসকে দিলেন বিদায়ী তৃণমূল সাংসদ তথা এ বারের যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। গেরুয়া চাদর গায়ে ধ্যানমগ্ন অবস্থায় ছবি তুলেছেন তিনি। আর সেই ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেন অনুপম। এতেই আবারও সমালোচনার মুখে তিনি। এনডিটিভি
বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের পর গোটা পশ্চিমবঙ্গে তোলপাড় শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে যখন বিজেপি-তৃণমূল একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত, তখন ১৫০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে এক পেশাদার বহুরূপীকে বিদ্যাসাগর সাজিয়ে প্রচারে বের হন অনুপম। সেই খবর রাতারাতি ভাইরাল হয়ে যায়। ঘটনার জেরে বিতর্কের মুখ পড়েন তিনি। এবার মোদিকে অনুকরণ করে আবারও সংবাদের শিরোনামে অনুপম। সোমবার রাতে গেরুয়া পোশাকে নিজস্ব ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অনুপম। সেখানে তিনি লিখেছিলেন ‘ওম শান্তি..’ সেখানেই তিনি জানান, তাঁর এই উদ্যোগ মোদীকে শ্রদ্ধা জানাতেই।
এই ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তেই নানা মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। কেউ বলছেন, ‘এ বার হাসতে বাধ্য করছেন, এটা না করলেই হতো।’ আবার কারও মন্তব্য, ‘এটা শুধু মোদীকেই মানায়। মোদী হওয়ার চেষ্টা করবেন না।’ কেউ লিখেছেন, ‘মোদী কেদারনাথে ধ্যান করেছিলেন। মিডিয়া তাঁর ছবি তুলেছিলো। আর আপনি ঘরে নিজেই নিজের ধ্যান করার ছবি তুললেন।’ একজন বলেছেন, ‘ধ্যান করা তো নিজের মনের শান্তির জন্য। এই সময় ছবি তোলার কি খুব দরকার?’ তবে কেউ আবার তাঁর পাশেও থেকেছেন। আবার কেউ একধাপ এগিয়ে বলেছেন, ‘মোদিজি ইন মেকিং।’ সম্পাদনা : কায়কোবাদ মিলন
আপনার মতামত লিখুন :