শিরোনাম
◈ বনশ্রীতে ‘স্বর্ণ ব্যবসায়ীকে’ গুলি করে পালাল দুর্বৃত্তরা (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৫ ◈ এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম ◈ অন্তবর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ' : তারেক রহমান

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৮:৪৪ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিশ্বকাপে স্পিনের দুবলর্তা ভোগাবে বাংলাদেশকে’

নিজস্ব প্রতিবেদক: গত শুক্রবার শেষ হওয়া আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অপ্রতিরোধ্য বাংলাদেশ। পুরো সিরিজে একের পর এক চোখ ধাঁধানো জয় তুলে নিয়েছে টাইগাররা। শেষটা দেখেও অবাক ক্রিকেট বিশ্ব। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টি আইনে ২৪ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ২১০ রান। জবাবে ব্যাট করতে নেমে ২২ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে শিরোপা হাতে তুলে নেয় টিম বাংলাদেশ।

এই জয়ের ফলে দীর্ঘ ১০ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টিম বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে নড়েচড়ে বসেছেন ক্রিকেট বোদ্ধারা। প্রসংশায় ভাসাচ্ছেন টাইগারদের। তবে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের স্পিন বিভাগকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

তার মতে, বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের স্পিন বিভাগ অনেকটাই দুর্বল। তাই বাকি বোলাররা প্রত্যাশার প্রাপ্তি মেলাতে না পারলে, ব্যাটনসম্যানদের জন্য চাপের বড় কারণ হয়ে দাঁড়াবে। শুধু তাই না। বিশ্ব ক্রিকেটে যখন লেগ স্পিনারদের রাজত্ব করছে। এর বিপরীত চিত্রে বাংলাদেশ। একজন রিষ্ট স্পিনারের হাহাকার। তবে, ভবিষ্যতের কথা ভেবে এই ঘাটতি পূরণ করার পরামর্শ দিলেন ফাহিম ক্রিকেট বোর্ডকে।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, রানের গতি কমানোর জন্য উইকেট নেয়াটা খুবই জরুরি। সেখানে লেগ স্পিনারের চাইতে বেটার অপশন নেই। ওভারঅল ব্যাটিংয়ের তুলনায় আমাদের বোলিং কিছুটা পিছিয়ে আছে। ভালো বোলিং করতে না পারলে সেটা ব্যাটসম্যানদের ওপর একটা বাড়তি চাপ নিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়