তানজিনা তানিন : শ্রীলংকা বোমা হামলার সাথে জড়িত ইসলামী চরমপন্থী গ্রুপের ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ন্যাশনাল তাওহীদ জামাতের এই সদস্যরা ইস্টার সানডের দিন আত্মঘাতী বোমা হামলা চালায়। হামলাকারীদের মধ্যে একজন দেশটির সংসদের কর্মচারী বলে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। ইয়ন
ইস্টার সানডে’র দিন শ্রীলংকার তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল হোটেলে নয় জন বোমা হামলা চালায়। এর মধ্যে দুই জন আত্মঘাতী বোমা হামলা করে। এ হামলায় আড়াইশোর বেশি মানুষ নিহত হন। আইএস আইএস ঘটনার দায় স্বীকার করলেও সরকার দায়ী করছে ন্যাশনাল তাওহীদ জামাতকে।
পুলিশ কর্মকর্তা রুওয়ান গুনাসেকারা বলেন, ন্যাশনাল তাওহীদ জামাতে ট্রেনিংরত অবস্থায় কুরুনেগালা পুলিশ তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছেন। তদন্তে দেখা গেছে সন্দেহভাজনদের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন্ স্থান থেকে টাকা এসেছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব