মোহাম্মাদ এ আরাফাত : ফেসবুকের পাতা আর টেলিভিশনের বক্তব্য দেখলে মনে হয় বাংলাদেশের মানুষের মতো দুর্নীতিবিরোধী জনগণ পৃথিবীতে আর কোথাও নেই। অথচ এদেশের সমাজেই প্রতিটি স্তরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি।
এতো দুর্নীতি কোথা থেকে আসে তাহলে? তার মানে কি আমরা শুধু কথায় দুর্নীতিবিরোধী কিন্তু কাজে দুর্নীতিবাজ? আমাদের ফেসবুকের পাতায় পাতায় দুর্নীতিবিরোধী যতো বক্তব্য পাওয়া যায় এর ছিটেফোঁটা প্রতিফলনও যদি কাজের মধ্যে পাওয়া যেতো, তাহলে তো জননেত্রী শেখ হাসিনাকে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে এতো বেগ পেতে হতো না। দ্বিচারিতা জঘন্য জিনিস। দুর্নীতিবিরোধী আবেগ থাকা ভালো, কিন্তু তা শুধু দেখানোর বিষয় যেন না হয়, এই আবেগ ধারণ করে কাজেও প্রতিফলন ঘটানো অনেক বেশি জরুরি। ফেসবুক থেকে