শিরোনাম
◈ এক মাস ধরে আমার পরিবার বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল, খসরু, লন্ডন থেকে যাচ্ছেন জাইমা রহমানও ◈ খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চিঠি ◈ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের, অবরোধ ঘিরে সতর্ক পুলিশ ◈ ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করল যেসব দেশ ◈ সিলেট-১০ নম্বর কূপ থেকে জাতীয় গ্রীডে আসছে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ◈ যে কারণে লাল গালিচা ব্যবহার করে খাল খননের উদ্বোধন করেন ৩ উপদেষ্টা ◈ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার করতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোকোভিচকে হারিয়ে নবম ইতালিয়ান ওপেন জিতলেন নাদাল

স্পোর্টস ডেস্ক: পর পর ক্লে কোর্টে জয় ছিনিয়ে নিতে অভ্যস্ত রাফায়েল নাদালের চলতি মৌসুমটা ভালো কাটছিল না। পরপর কয়েকটা ক্লে কোর্ট টুর্নামেন্টে খালি হাতে ফিরতে হয় তাকে। অবশেষ সঠিক সময়ে ছন্দে ফেরেন স্প্যানিশ তারকা। পছন্দের ফরাসি ওপেনের আগে জিতে নিলেন ইতালিয়ান ওপেনের খেতাব। রবিবার রোম মাস্টার্সের ফাইনালে নাদাল হারিয়ে দেন নোভাক জোকোভিচকে।

মন্টে কার্লো, বার্সেলোনা ও মাদ্রিদের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া নাদাল সঠিক সময়েই ফর্মে ফেরেন। রোলাঁ গাড়োয় খেলতে নামার আগে মৌসুমের প্রথম খেতাব ঘরে তোলেন রাফা। নোভাককে তিন সেটের লড়াই ৬-০, ৪-৬, ৬-১ গেমে পরাজিত করেন তিনি।

নাদালের ক্যারিয়ারের এটি নবম ইতালিয়ান ওপেন জয়। এই নিয়ে ক্যারিয়ারে ৩৪টি মাস্টার্স জিতলেন রাফা। ইতালিয়ান ওপেনের আগে জোকোভিচের মতোই ৩৩টি মাস্টার্স খেতাব ছিল নাদালের ঝুলিতে। রোমে চ্যাম্পিয়ন হয়ে জোকোভিচকে পেছনে ফেলে দিলেন স্প্যানিশ কিংবদন্তি। সব মিলিয়ে নাদালের ক্যারিয়ারের এটি ৮১ নম্বর ট্রফি জয়।

গত সপ্তাহে মাদ্রিদ ওপেনজয়ী জোকোভিচ এটিপি সার্কিটে এই নিয়ে ৫৪ বার মুখোমুখি হলেন তার নিজের কথায় ‘সব থেকে কঠিন প্রতিদ্ব›দ্বী’র বিরুদ্ধে। ম্যাচের শেষে দ্বি-পাক্ষিক লড়াইয়ের হিসাবটা দাঁড়াল সার্বিয়ান তারকার পক্ষে ২৮-২৬।

বিশ্বের এক নম্বর জোকোভিচ প্রথম সেটে দু’নম্বর তারকা নাদালের কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন। ৬-০ গেমে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটেও একসময় জোকোভিচের সার্ভিস ব্রেক করার সুযোগ পেয়েছিলেন। সুযোগ হাতছাড়া হওয়ায় নাদালকে চলতি সপ্তাহে প্রথম সেট হাতছাড়া করতে হয় ৪-৬ গেমে। নির্ণায়ক গেমের শুরুতেই জোকোভিচের সার্ভিস ব্রেক করেন রাফা। জোকোভিচ হতাশায় কোর্টে র‌্যাকেট আছড়ে ফেলেন। পরে আরও দু’বার ব্রেক পয়েন্ট আদায় করে নাদাল ৬-১ গেমে তৃতীয় সেট জেতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়