শিরোনাম
◈ বনশ্রীতে ‘স্বর্ণ ব্যবসায়ীকে’ গুলি করে পালাল দুর্বৃত্তরা (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৫ ◈ এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম ◈ অন্তবর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ' : তারেক রহমান

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৫:১৫ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কোচ সিমন্স

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন আফগাানিস্তান। নিজেদের সামর্থ্য দিয়েই বাছাই পর্বে খেলে বিশ্বকাপ খেলার যোগ্যতা অজর্ন করে। আফগানিস্তান বর্তমানে একটি শক্তিশালী দল। এমন একটি দলে পরণিত করার পিছনে যার হাত রয়েছে সেই কোচ ফিল সিমন্স বিশ্বকাপের পরই আফগানিস্তান দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। সাবেক এই ক্যারিবিয়ান ওপেনার ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

২০১৭ সালের ডিসেম্বরে আফগানিস্তান শিবিরে কোচ হিসেবে যোগদান করেছিলেন তিনি। জুলাইয়ের ১৫ তারিখে শেষ হবে চুক্তির মেয়াদ। সেটা আর বাড়াতে চান না সিমন্স। ক্রিকইনফোকে তিনি জানান, ‘আমি আফগানিস্তান ছেড়ে দেওয়ার কথা ভেবেছি এবং এসিবিকে আমি আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। আমি আর চুক্তি নবায়ন করছি না। জুলাইয়ের ১৫ তারিখে আমার কোচিং মেয়াদ শেষ হচ্ছে, এরপরে আমি অন্য কোথাও দেখব। আমি ঠিক ১৮ মাসের জন্য চুক্তি করেছিলাম। আমার মনে হয় এই সময়টায় আমি অনেক কিছু করেছি। এখন আমার অন্য কোথাও সরে যাওয়ার সময় হয়েছে।’

সিমন্স যোগ দেওয়ার পর বিশ্বকাপে খেলাই মূল লক্ষ্য ছিল আফগানদের। বাছাইপর্ব পেরিয়ে দাপটের সঙ্গেই বিশ্বকাপে নাম লেখায় আফগানিস্তান। নিজের সফলতার কথা বলার সময় সিমন্স আরও জানান, ‘আমি যখন যোগ দিয়েছিলাম তখন এসিবির লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা। আমি সবসময় চেয়েছি, আমি যখন দলে যোগদান করেছি তখনকার চাইতে যেন যখন কোচিং পদ ছাড়ছি তখনকার অবস্থা ভালো থাকে।’

তিনি আরো বলেন, ‘আমরা যেভাবে অনুশীলন করেছি, যেভাবে ম্যাচ নিয়ে ভেবেছি, যেভাবে অন্য দলগুলোকে হারিয়েছি সেটা দারুণ। ক্রিকেটারদের সব দিকে সাহায্য করার চেষ্টা করেছি আমি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়