টুটুল আশিকুজ্জামান : মাঝে মাঝেই আমি বা আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হই : এতো মোটা হয়ে গেছেন? কানাডায় কতোদিন? এখন কি করছেন আপনি? আল্লাহ্! তুমি কিছু করো না? শুধু গান করেন? মিউজিক ছাড়া আর কি করেন? আপনার মাথায় চুল নেই কেন? আপনার ডিভোর্স হলো কেন? আমি তোমাকে তুমি করে বলি? (প্রথম দেখাতেই বা ঘনিষ্ঠতা হওয়ার আগেই) আল্লাহ্! ড্রাইভিং জানো না? আপনার বাড়ি নেই? বাড়ি কিনেন না কেন? ও স্কারবোরো থাকেন? ওদিকে যাওয়াই পড়ে না । কি চাকরি করেন? আপনার বেতন কতো?
শুনে রাখেন, যারা এই প্রশ্নগুলো করে থাকেন তাদের আমরা কি ভাবী জানেন? আমরা ভাবী আপনারা খুব কম বুদ্ধিসম্পন্ন মানুষ, যাদের ভদ্রতা, সভ্যতা, সেন্সিবিলিটি ও সাধারণ জ্ঞান নেই বললেই চলে। অন্য কথায় আপনারা আসলে আন্তর্জাতিক পর্যায়ের মাজুল। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :