মনজুর এ অনিক: রোববার সকালে কড়া নিরাপত্তায় নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে হাজির করা হয়। ওই সময়ে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও কোনো মামলায় সাক্ষীরা আসেনি।
আদালত আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ জানান, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ৮টি মামলার হাজিরা দিতে নূর হোসেনকে আদালতে আনা হয়েছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে আসেনি। সম্পাদনা : মুরাদ হাসান
আপনার মতামত লিখুন :