শিরোনাম
◈ শহীদ মিনারে ৬ দফা দাবিতে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি (ভিডিও) ◈ দুর্নীতি সূচকে দুই ধাপ অবনতি বাংলাদেশের (ভিডিও) ◈ রাস্তায়-মাঠে-ময়দানে-রাজপথে কোনো অপরাধীকে দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ.লীগ নেত্রী আটক (ভিডিও) ◈ পুলিশ ও আদালত ঠিকমতো কাজ করলে মবের প্রকোপ কমবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ পূর্ণ সক্ষমতায় আদানিকে বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের ◈ জনতা কোথায়, ছাত্ররাই তো দেশ চালাচ্ছে, এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভ্যুলিউশন : অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ◈ আ.লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর (ভিডিও) ◈ ৩২ ঘটনার প্রতিশোধ নেয়ার জন্যে ক্রোধে উন্মাদ প্রায় শেখ হাসিনা, আওয়ামী সিনিয়র নেতার বক্তব্য ◈ ‘ডেভিল হান্ট’ নিয়ে যেসব প্রশ্ন জারি আছে

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসরের খবরটি উড়িয়ে দিয়ে অনুরাগীদের আশ্বস্ত করলেন ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিশ্বজয়ী ইকার ক্যাসিয়াস। কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা তার ক্যারিয়ারে বয়ে এনেছে প্রবল অনিশ্চয়তা। পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছেন তিনি। এমনই খবরে বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে ওঠে ক্যাসিয়াস অনুরাগীদের মধ্যে।

তবে এমন গুজব উড়িয়ে দিয়ে জানালেন এখনই অবসর নিচ্ছেন না তিনি। ২০১৫ রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো’তে যোগদান করেন স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ী এই কিংবদন্তি গোলরক্ষক। গত ১ মে পোর্তোর ট্রেনিং সেশনে মর্মান্তিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। এরপর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার ও বেশ কিছু সফল পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পান ৩৭ বছরের এই গোলরক্ষক।

সুস্থ হয়ে উঠলেও পরবর্তীতে তার পেশাদার ফুটবল কেরিয়ার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে। ক্যাসিয়াস হয়তো আর খেলা চালিয়ে যেতে পারবেন না, এমন খবরে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। গতকাল শুক্রবার তার অবসরের বিষয়ে ফের একবার গুজব মাথাচাড়া দিয়ে উঠতেই আসরে নামেন ক্যাসিয়াস স্বয়ং।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, অবসরের বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি তিনি। একধাপ এগিয়ে তিনি আরও লেখেন, ‘অবসর? সেদিনই নেব যেদিন সত্যিই অবসর প্রয়োজন হয়ে পড়বে। সময় আসলে আমি নিজেই জানিয়ে দেব অবসরের সিদ্ধান্ত। আপাতত নিশ্চিন্তে থাকুন।’

ক্যাসিয়াসের টুইট ভেসে আসতেই হাঁফ ছেড়ে বাঁচেন বিশ্বজুড়ে তার প্রবল অনুরাগীরা। ফের তাকে দস্তানা হাতে দেখতে পাওয়ার খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ফ্যানেদের মধ্যে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে ঠিক কেমন, তা জানার অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। হতাশ করেননি ক্যাসিয়াস। পোর্তো গোলরক্ষক জানিয়ে দেন, ‘বৃহস্পতিবারই চিকিৎসকের সঙ্গে আলোচনা হয়েছে তার। সবকিছু ঠিকঠাক দিকেই এগোচ্ছে। এই ভালো খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়